সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কসবার স্কুলে দশম শ্রেণির ছাত্রের মৃত্যুতে কলকাতা হাই কোর্টে (Calcutta HC) এবার মামলা দায়ের হল। ছাত্রের পরিবারের তরফে দায়ের করা মামলায় মূলত পুলিশে অভিযোগ তোলা হয়েছে। তার মায়ের অভিযোগ, পুলিশকে বারবার বলা সত্ত্বেও ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ (CCTV Footage) প্রকাশ করছে না। এছাড়া ময়নাতদন্তের রিপোর্টও দেওয়া হচ্ছে না। হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলাটি দায়ের হয়েছে। আগামী মঙ্গলবার শুনানির সম্ভাবনা।
গত ৫ সেপ্টেম্বর বিকেলে কসবার ‘সিলভার পয়েন্ট’ নামে বেসরকারি স্কুলের ছাদ থেকে পড়ে মৃত্যু হয় দশম শ্রেণির পড়ুয়া শেখ শানের। অভিযোগ, প্রজেক্ট (Project) জমা দিতে না পারায় ওই ছাত্রকে মানসিকভাবে চাপ দেওয়া হচ্ছিল স্কুলের তরফে। টিসি দেওয়ার হুমকিও নাকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এরপরই ৫ তলার ছাদ থেকে আছড়ে পড়ে পড়ুয়ার দেহ। অন্য ছাত্রছাত্রীদের কাছ থেকে পুলিশ জানতে পারে, ছেলেটির বায়োলজি (Biology) প্রজেক্ট বাতিল করে দিয়েছিলেন শিক্ষিকা। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, প্রজেক্ট নিয়ে বাদানুবাদে জড়িয়ে পড়েছিল মৃত ছাত্র। তাকে ওই শিক্ষিকা বলেন, এর জন্য শাস্তি পেতে হবে। এরপরই এই ঘটনা। স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলা হয়।
[আরও পড়ুন: হামলা রুখতে ‘বডি ক্যামেরা’ কিনছে কলকাতা পুলিশ, ভাঙড়ের জন্য বিশেষ পরিকল্পনা]
এই ঘটনার দু দিন পর ৭ সেপ্টেম্বের স্কুলটি অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিস দেওয়া হয়। ঘটনায় স্কুল কর্তৃপক্ষের পাশাপাশি এবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলল পরিবার। শেখ শানের বাবার অভিযোগ, শেষবার তাকে যে ঘরে দেখা গিয়েছিল, তার কোনও ফুটেজ নেই। সেই ফুটেজ দেখানো হচ্ছে না। অথচ পরিবারের সম্পূর্ণ অধিকার আছে সেই ঘটনা জানার। তাঁদের আরও দাবি, দ্বিতীয়বার শানের দেহের ময়নাতদন্ত হোক। সেই দাবি নিয়ে এবার হাই কোর্টের দ্বারস্থ হল মৃত ছাত্রের পরিবার। মঙ্গলবার শুনানি হতে পারে।