সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক মঞ্চে ফের একবার নিজের দৃঢ়তা প্রদর্শন করলেন নরেন্দ্র মোদি৷ মার্কিন প্রেসিডেন্টকে পাশে বসিয়ে, কাশ্মীর ইস্যুতে তাঁর দেওয়া মধ্যস্থতার বার্তা খারিজ করলেন ভারতের প্রধানমন্ত্রী৷ সাফ জানালেন, ‘‘কাশ্মীর, ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয়৷ এই ইস্যুতে অন্যের সাহায্যের প্রয়োজন নেই৷’’
[ আরও পড়ুন: আমাজনকে বাঁচাতে জি-৭ সম্মেলনে অর্থ সাহায্যের অঙ্গীকার রাষ্ট্রপ্রধানদের ]
জানা গিয়েছে, জি-৭ শীর্ষ বৈঠকে মধ্যেই সোমবার বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ জল্পনা মতোই উক্ত বৈঠকে কাশ্মীর ইস্যুতে দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা হয়৷ এবং তখনই কাশ্মীর ইস্যুতে পাক ষড়যন্ত্র ভেস্তে দেন তিনি৷ মার্কিন প্রেসিডেন্টকে পাশে বসিয়ে ইসলামাবাদকে বার্তা দেন নরেন্দ্র মোদি৷ সাফ জানান, কাশ্মীর দু’দেশের মধ্যেকার বিষয়৷ এতে অন্যকারও মধ্যস্থতার প্রয়োজন নেই৷ ভারতের প্রধানমন্ত্রীর থেকে এমন বার্তা পেয়ে, সুর পালটান ট্রাম্পও৷ নিজেরই দেওয়া ‘মধ্যস্থতা’র বার্তা খারিজ করে দেন তিনি৷ মোদির সুরে জানান, এই সমস্যা ভারত-পাকিস্তান কথাবার্তার মাধ্যমে মিটিয়ে নেবে৷ বরং সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতের পাশে থাকার আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট৷ স্পষ্ট জানান, এই ইস্যুতে একজোট হয়ে লড়বে ভারত-আমেরিকা৷
[ আরও পড়ুন: ‘জাপান ও জার্মানি প্রতিবেশী দেশ’, ভূগোলের নয়া পাঠ দিলেন ইমরান খান ]
উল্লেখ্য, ২২ জুলাই পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাতের পর কাশ্মীর ইস্যুতে নয়া বিতর্কের জন্ম দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ এই বিষয়ে ভারত-পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন তিনি৷ যা কার্যত লুফে নিয়েছিল ইসলামাবাদ৷ কিন্তু প্রথম থেকেই ট্রাম্পের সেই আরজির বিরোধিতা করেছে ভারত৷ বিদেশমন্ত্রকের তরফে সাফ জানানো হয়েছে, কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়, তাই এক্ষেত্রে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না৷ তবে সম্প্রতি এই অবস্থান থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট৷ আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলাকে তিনি সাফ জানান, জম্মু-কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা তখনই সম্ভব হবে, যদি ভারত-পাকিস্তান উভয় এই প্রস্তাব স্বীকার করবে৷ যেহেতু ভারত প্রথম থেকেই এই মধ্যস্থতার প্রস্তাবের বিরুদ্ধে, তাই ভারত-পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার কোনও সম্ভাবনা নেই৷ তবে এরপরও একাধিকবার এই বিষয়ে নাক গলানোর চেষ্টা করেছে ওয়াশিংটন৷ পাকিস্তান খুশি হলেও,প্রতিবারই তাদের প্রস্তাব খারিজ করেছে নয়াদিল্লি৷ আর এবার সরাসরি মার্কিন প্রেসিডেন্টকে পাশে বসিয়ে ট্রাম্পকে সিদ্ধান্ত বদলে বাধ্য করলেন নরেন্দ্র মোদি৷
The post ‘কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রয়োজন নেই’, ট্রাম্পকে পাশে বসিয়ে সাফ বার্তা মোদির appeared first on Sangbad Pratidin.