shono
Advertisement

‘কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রয়োজন নেই’, ট্রাম্পকে পাশে বসিয়ে সাফ বার্তা মোদির

ফের পাকিস্তানের আশায় জল ঢাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ The post ‘কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রয়োজন নেই’, ট্রাম্পকে পাশে বসিয়ে সাফ বার্তা মোদির appeared first on Sangbad Pratidin.
Posted: 07:02 PM Aug 26, 2019Updated: 07:08 PM Aug 26, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক মঞ্চে ফের একবার নিজের দৃঢ়তা প্রদর্শন করলেন নরেন্দ্র মোদি৷ মার্কিন প্রেসিডেন্টকে পাশে বসিয়ে, কাশ্মীর ইস্যুতে তাঁর দেওয়া মধ্যস্থতার বার্তা খারিজ করলেন ভারতের প্রধানমন্ত্রী৷ সাফ জানালেন, ‘‘কাশ্মীর, ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয়৷ এই ইস্যুতে অন্যের সাহায্যের প্রয়োজন নেই৷’’

Advertisement

[ আরও পড়ুন: আমাজনকে বাঁচাতে জি-৭ সম্মেলনে অর্থ সাহায্যের অঙ্গীকার রাষ্ট্রপ্রধানদের ]

জানা গিয়েছে, জি-৭ শীর্ষ বৈঠকে মধ্যেই সোমবার বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ জল্পনা মতোই উক্ত বৈঠকে কাশ্মীর ইস্যুতে দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা হয়৷ এবং তখনই কাশ্মীর ইস্যুতে পাক ষড়যন্ত্র ভেস্তে দেন তিনি৷ মার্কিন প্রেসিডেন্টকে পাশে বসিয়ে ইসলামাবাদকে বার্তা দেন নরেন্দ্র মোদি৷ সাফ জানান, কাশ্মীর দু’দেশের মধ্যেকার বিষয়৷ এতে অন্যকারও মধ্যস্থতার প্রয়োজন নেই৷ ভারতের প্রধানমন্ত্রীর থেকে এমন বার্তা পেয়ে, সুর পালটান ট্রাম্পও৷ নিজেরই দেওয়া ‘মধ্যস্থতা’র বার্তা খারিজ করে দেন তিনি৷ মোদির সুরে জানান, এই সমস্যা ভারত-পাকিস্তান কথাবার্তার মাধ্যমে মিটিয়ে নেবে৷ বরং সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতের পাশে থাকার আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট৷ স্পষ্ট জানান, এই ইস্যুতে একজোট হয়ে লড়বে ভারত-আমেরিকা৷

[ আরও পড়ুন: ‘জাপান ও জার্মানি প্রতিবেশী দেশ’, ভূগোলের নয়া পাঠ দিলেন ইমরান খান ]

উল্লেখ্য, ২২ জুলাই পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাতের পর কাশ্মীর ইস্যুতে নয়া বিতর্কের জন্ম দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ এই বিষয়ে ভারত-পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন তিনি৷ যা কার্যত লুফে নিয়েছিল ইসলামাবাদ৷ কিন্তু প্রথম থেকেই ট্রাম্পের সেই আরজির বিরোধিতা করেছে ভারত৷ বিদেশমন্ত্রকের তরফে সাফ জানানো হয়েছে, কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়, তাই এক্ষেত্রে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না৷ তবে সম্প্রতি এই অবস্থান থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট৷ আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলাকে তিনি সাফ জানান, জম্মু-কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা তখনই সম্ভব হবে, যদি ভারত-পাকিস্তান উভয় এই প্রস্তাব স্বীকার করবে৷ যেহেতু ভারত প্রথম থেকেই এই মধ্যস্থতার প্রস্তাবের বিরুদ্ধে, তাই ভারত-পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার কোনও সম্ভাবনা নেই৷ তবে এরপরও একাধিকবার এই বিষয়ে নাক গলানোর চেষ্টা করেছে ওয়াশিংটন৷ পাকিস্তান খুশি হলেও,প্রতিবারই তাদের প্রস্তাব খারিজ করেছে নয়াদিল্লি৷ আর এবার সরাসরি মার্কিন প্রেসিডেন্টকে পাশে বসিয়ে ট্রাম্পকে সিদ্ধান্ত বদলে বাধ্য করলেন নরেন্দ্র মোদি৷

The post ‘কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রয়োজন নেই’, ট্রাম্পকে পাশে বসিয়ে সাফ বার্তা মোদির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement