shono
Advertisement

জঙ্গি গোষ্ঠীতে যোগ দিয়েছেন নিখোঁজ কনস্টেবল, আশঙ্কা কাশ্মীর পুলিশের

সোশ্যাল মিডিয়ায় লস্কর-ই-তৈবায় যোগ দেওয়ার কথা জানিয়েছেন ওই কনস্টেবল। The post জঙ্গি গোষ্ঠীতে যোগ দিয়েছেন নিখোঁজ কনস্টেবল, আশঙ্কা কাশ্মীর পুলিশের appeared first on Sangbad Pratidin.
Posted: 07:28 PM Oct 28, 2017Updated: 01:58 PM Oct 28, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরের জঙ্গিদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে সেনা। সেনার সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়েছে বেশ কয়েকজন শীর্ষস্থানীয় জঙ্গি। উলটোদিকে আবার কাশ্মীরের পুলিশকর্মীদের মধ্যে জঙ্গি গোষ্ঠীতে নাম লেখানোর প্রবণতা বাড়ছে। গত সপ্তাহ থেকে নিখোঁজ ইসফাক আহমেদ দার নামে এক কনস্টেবল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈবায় যোগ দেওয়ার কথা জানিয়েছে্ন তিনি। একে-৪৭ হাতে ওই পুলিশ কনস্টেবলের একটি ছবিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনার তদন্ত শুরু করেছে কাশ্মীর পুলিশ।

Advertisement

[রাজনৈতিক দলগুলির উদ্দেশ্যে এবার নয়া বার্তা মোদির]

জানা গিয়েছে, কাশ্মীরের সোপিয়ানের বাসিন্দা ইসফাক আহমেদ দার। তাঁর দাদা-সহ পরিবারের অনেকেই পুলিশকর্মী। কিন্তু, কয়েক মাস কাশ্মীর পুলিশের কনস্টেবল ইসফাকের বিরুদ্ধে জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ ওঠে। গত জুলাই মাসে তাঁকে কারগিল থেকে কাঠুয়ায় বদলিও করে দেওয়া হয়। কাশ্মীর পুলিশের এক আধিকারিক জানিয়েছে, ‘ইসফাকের উপর নজর রাখা হচ্ছিল। কিন্তু, কিছু না করা পর্যন্ত তো আমরা কাউকে গ্রেপ্তার করতে পারি না।’ পুলিশ জানিয়েছে, গত সপ্তাহে কাজে যোগ দেওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন ইসফাক। কিন্তু, কর্মস্থল কাঠুয়ায় যাননি ওই পুলিশ কনস্টেবল। ইতিমধ্যেই স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরিও করেছেন ইসফাকের পরিবারের লোকেরা। এখনও নিখোঁজ তিনি। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ইসফাক আহমেদ দার জানিয়েছেন, তিনি জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈবায় যোগ দিয়েছেন। এমনকী, সোশ্যাল মিডিয়ায় একে-৪৭ হাতে ওই পুলিশ কনস্টেবলের একটি ছবিও ছড়িয়ে পড়েছে। কাশ্মীর পুলিশের প্রধান এস পি বেদ জানিয়েছেন, ইসফাক জঙ্গি গোষ্ঠীতে যোগ দিয়েছেন কিনা, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

[জাতীয় সংগীত বিতর্কে মুখ খুলে নেটিজেনদের রোষের মুখে গম্ভীর]

তবে কাশ্মীরে পুলিশকর্মীদের জঙ্গি গোষ্ঠীতে যোগ দেওয়ার ঘটনা অবশ্য নতুন নয়। গত মে মাসেই সোপিয়ানেরই বাসিন্দা পুলিশ কনস্টেবল সইদ নাভেদ মুস্তাক অস্ত্র-সহ হিজবুল মুজাহিদিনের যোগ দিয়েছিলেন। জঙ্গিদের হাত মিলিয়েছেন জুরুর আহমেদ থুকর নামে আরও এক পুলিশকর্মী।

[ডিজিটাল হচ্ছে ভারত? তিন মাসে বন্ধ ৩৫৮টি এটিএম]

The post জঙ্গি গোষ্ঠীতে যোগ দিয়েছেন নিখোঁজ কনস্টেবল, আশঙ্কা কাশ্মীর পুলিশের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement