shono
Advertisement

মোমবাতির আলোয় জাগবেন ‘ওয়াচম্যান’? প্রশ্ন তুলে আসিফার জন্য পথে রাহুল

দোষীদের শাস্তির দাবিতে উত্তাল গোটা দেশ৷ The post মোমবাতির আলোয় জাগবেন ‘ওয়াচম্যান’? প্রশ্ন তুলে আসিফার জন্য পথে রাহুল appeared first on Sangbad Pratidin.
Posted: 08:54 AM Apr 13, 2018Updated: 04:19 PM Jan 10, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষোভে ফুঁসছিল গোটা দেশ৷ সোশ্যাল মিডিয়ায় উঠছিল প্রতিবাদের ঢেউ৷ রাজনৈতিক ব্যক্তিত্বরা একে একে সরব হচ্ছিলেন৷ মুখ খুলছিলেন সিনেমা ও খেলার জগতের বিশিষ্টরাও৷ এবার কাঠুয়ায় ধর্ষিতা ও নিহত আট বছরের আসিফার জন্য পথে নামলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ মধ্যরাতে ইন্ডিয়া গেটের সামনে হল মোমবাতি মিছিল৷

Advertisement

[  আসিফার ধর্ষক ও খুনিদের শাস্তির দাবিতে সরব গোটা দেশ, পাশে কেন্দ্রও ]

উপজাতি সংঘর্ষ কী জিনিস, জানত না ছোট্ট মেয়েটা৷ জল-জঙ্গল-জমির দখল নিতে মানুষ যে কী করতে পারে তাও তার কল্পনার বাইরে৷ সে শুধু তার ঘোড়াটি আনতে বাইরে বেরিয়েছিল৷ আর ঘরে ফেরেনি৷ বলা ভাল, ফিরতে দেওয়া হয়নি৷ কেননা তাকে তুলে নিয়ে গিয়েছিল এমন কিছু লোক, যারা বাখারওয়ালদের তীব্র ঘেন্না করে৷ যে উপজাতি সম্প্রদায়ের মেয়ে আসিফা৷ কেন তাদের জমিতে ঘাঁটি গেড়েছে বাখরওয়ালরা, এই নিয়ে বিবাদ৷ উৎখাতের রাজনীতিতে ধর্মও মিশেছে৷ তবে বাখরওয়ালদের শিরদাঁড়ায় ভয়ের স্রোত নামিয়ে দিতেই ওই সম্প্রদায়ের আট বছরের বাচ্চাকে দিনের পর দিন গণধর্ষণ করে খুন করা হয়েছে৷ প্রায় মাস তিন পর সে ঘটনা সামনে এসেছে গোটা দেশের৷ নির্ভয়া কাণ্ডের কয়েক বছর পরেই৷ গোটা দেশই এই নৃশংসতায় রীতিমতো স্তম্ভিত৷ মানুষ যে কত নিষ্ঠুর হতে পারে, তাই-ই ভেবে পাচ্ছেন দেশবাসী৷ তার থেকেও বড় কথা, ধর্ষকদের সমর্থন জুগিয়েছে বিজেপিরই দুই মন্ত্রী৷ ধর্মের নামে মঞ্চ তৈরি করে আড়াল করা হয়েছে অভিযুক্তদের৷ এরই প্রতিবাদে পথে নামলেন রাহুল৷

ইন্ডিয়া গেটের সামনে রাহুলের এই মোমবাতি মিছিলে ছিলেন প্রিয়াঙ্কাও৷ শান্তিপূর্ণ মিছিল হওয়ার কথা ছিল৷ যদিও একটা সময় বেশ গণ্ডগোল দেখা দেয় মিছিলের মধ্যে৷ একটা সময় পথে বসে পড়েন প্রিয়াঙ্কা৷ ক্ষুব্ধ প্রিয়াঙ্কা বলেন, যাঁরা ধাক্কাধাক্কি করতে এসেছেন তাঁরা ফিরে যান৷

 

WATCH: Priyanka Gandhi gets angry at the candlelight march, says ‘Nobody will push each other. You should know the reason for which you are here. If you cannot behave go home. Now, all of you will silently walk till there’ pic.twitter.com/Hlu9cSKOJG

— ANI (@ANI) April 12, 2018

পরে রাহুল জানান, জম্মু হোক বা উন্নাও দেশের বিভিন্ন প্রান্তে মহিলা নির্যাতনের ঘটনা বেড়ে চলেছে৷ বাচ্চা বা মহিলাদের ধর্ষিতা হতে হচ্ছে৷ এটা তো কোনও রাজনৈতিক বিষয় নয়৷ আমি চাই সরকার প্রতি ক্ষেত্রে সঠিক ব্যবস্থা নিক৷ একসময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেকে দেশের পাহারাদার হিসেবে দাবি করেছিলেন৷ টিপ্পনি কেটে রাহুল বলেন, সেই পাহারাদারকে জাগানোর চেষ্টা করছি৷

মধ্যরাতে রাহুলের মিছিলে উপস্থিত ছিলেন বহু সাধারণ মানুষ৷ সকলেরই দাবি, দৃষ্টান্তমূলক শাস্তি হোক অভিযুক্তদের৷

The post মোমবাতির আলোয় জাগবেন ‘ওয়াচম্যান’? প্রশ্ন তুলে আসিফার জন্য পথে রাহুল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার