shono
Advertisement

‘উধাও’ কনে, টোপর মাথায় বিয়ে করতে এসেও ছাদনাতলার বদলে থানায় বর!

প্রতারিত যুবকের দাবি, বেশ কয়েকমাস মেলামেশার পরই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা।
Posted: 12:29 PM Dec 18, 2023Updated: 04:54 PM Dec 18, 2023

ধীমান রায়, কাটোয়া: আইবুড়ো ভাত খাওয়া আগেই হয়ে গিয়েছে। নান্দীমুখের পর্বও শেষ। টোপর মাথায় বরযাত্রী সঙ্গে নিয়ে বর চলেও আসেন বিয়ে করতে। কনেপক্ষের কথামতোই তাঁরা কাটোয়ার ভাগীরথীর ফেরিঘাটের কাছে অপেক্ষা করেই চলেছেন। শীতের রাত। তবুও বিয়ের আশায় ধৈর্য হারাননি বর। কিন্তু বরযাত্রীদের ধৈর্যের বাঁধ ভাঙে প্রায় ঘণ্টাতিনেক পর। সরাসরি কনে এবং কনের আত্মীয়দের মোবাইলে ফোন করেন তাঁরা। যদিও দেখা যায় সুইচড অফ। দীর্ঘক্ষণ পর বর বুঝলেন তিনি প্রতারিত হয়েছেন। বিয়ের টোপ দিয়ে ডেকে পাঠিয়ে প্রতারণা করেছেন কনে! এর পর ছাদনাতলার বদলে পুলিশের দ্বারস্থ হবু বর।

Advertisement

নদিয়ার কালীগঞ্জ থানার বালিয়াডাঙা ফরিদপুরের বাসিন্দা নয়ন ঘোষ রবিবার রাতে পূর্ব বর্ধমানের কাটোয়ায় বিয়ে করতে আসেন। নয়ন রাজস্থানের জয়পুরে সোনার গয়না তৈরির কাজ করেন। তিনি জানান, মুর্শিদাবাদের শক্তিপুরের বাসিন্দা সোমনাথ ঘোষ তাঁর সহকর্মী। তাঁর মাধ্যমে বর্ধমান শহরের দতপাড়া এলাকার এক তরুণীর সঙ্গে পরিচয় হয়। তা থেকে প্রেম। বর্ধমান রেলস্টেশনে গিয়ে মাঝেমধ্যেই দেখা করেছিলেন। সেই তরুণীর কথামতোই বিয়ের ঠিক হয়েছিল।

[আরও পড়ুন: কলমের আড়ালে মারণাস্ত্র! বাংলাদেশে ভোটের আগে উদ্ধার মুঙ্গেরি ‘পেন পিস্তল’]

ওই তরুণীই জানান, কাটোয়ায় এক আত্মীয়ের বাড়িতে তাঁদের বিয়ে হবে। সেইমতো রবিবার নয়ন আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব মিলে প্রায় ১৫ জনকে সঙ্গে নিয়ে কাটোয়ার গোয়ালপাড়া ঘাটে আসেন। তার পর যতবার কনেকে ফোন করা হয় ততবারই বলেন ‘লোক যাচ্ছে’। এভাবে প্রায় তিন ঘন্টা কেটে যায়। অবশেষে কনের মোবাইল সুইচড অফ। তখন বর ও তাঁর আত্মীয়রা পুলিশের কাছে অভিযোগ জানান। কেন এমন করলেন ওই তরুণী, তা এখনও প্রতারিত যুবকের কাছেই স্পষ্ট নয়। কাটোয়া থানার আইসি তীর্থেন্দু গঙ্গোপাধ্যায় জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। 
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: করোনার দাপটে দেশে একদিনেই মৃত ৫, ভয় ধরাচ্ছে নয়া ভ্যারিয়েন্ট, সতর্কবার্তা WHO-র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার