shono
Advertisement

আবারও প্রসেনজিৎ-ঋতুপর্ণা ম্যাজিক, পুজো শেষ হতেই কৌশিকের নতুন ছবির কাজ শুরু

ছবি শেয়ার করে সুখবর দিলেন প্রসেনজিৎ।
Posted: 06:16 PM Nov 03, 2023Updated: 06:47 PM Nov 03, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রসেনজিৎ-ঋতুপর্ণা (Prosenjit-Rituparna) জুটি মানেই বক্স অফিস বাম্পার। উত্তম-সুচিত্রা জুটির পরই বাংলা সিনেমার দর্শকদের মনে তাঁদের স্থান। এবার পঞ্চাশতম সিনেমার পালা। ঘোষণা আগেই হয়েছিল। পুজো শেষ হতেই শুরু হয়ে গেল প্রস্তুতি। আর সেই ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিলেন খোদ প্রসেনজিৎ (Prosenjit Chatterjee)।

Advertisement

নয়ের দশকের মাঝামাঝি প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির সফর শুরু হয়। প্রথম ছবিই ছিল সুপারহিট। তার পর একে একে ‘মায়ার বাঁধন’, ‘বাবা কেন চাকর’, ‘স্বামীর ঘর’, ‘মনের মানুষ’-এর মতো সিনেমার দর্শকদের উপহার দিয়েছেন দুজনে। তবে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমার মুক্তির পর বহুদিন একসঙ্গে কাজ করেননি ঋতুপর্ণা আর প্রসেনজিৎ। কিন্তু দুজনের জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। তার প্রমাণ ছিল নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘প্রাক্তন’।

[আরও পড়ুন: জন্মদিনে শাহরুখকে দেখতে গিয়েই ‘কেলোর কীর্তি’! ১৭ জনের পকেট থেকে উধাও মোবাইল]

২০১৬ সালে মুক্তি পায় ‘প্রাক্তন’। আবারও সুপারহিট প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির অনস্ক্রিন রসায়ন। এই জুটিকে নিয়েই আবার কৌশিক গঙ্গোপাধ্যায় তৈরি করেছিলেন ‘দৃষ্টিকোণ’। আলাদা গল্প, আলাদা চরিত্র। কিন্তু প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির ম্যাজিক ছিল অক্ষুন্ন। তাতে আবার বাড়তি পাওনা ছিল কৌশিকের পরিচালনা।

এই তিন মূর্তিই এবার দর্শকের দরবারে নতুন গল্প নিয়ে আসছেন। সেই গল্প কেমন? প্রশ্নের উত্তর মেলেনি। তবে প্রসেনজিৎ প্রস্তুতির ছবি পোস্ট করে লিখেছেন, “নতুন কাজ …নতুন টিম…পুরনো বন্ধু।” সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় তৈরি হচ্ছে নতুন এই ছবি। খুব শিগগিরিই ছবির শুটিং শুরু হয়ে যাবে, এমনটাই আশা।

[আরও পড়ুন: চাকদহ নাট্যজনের নাট্যোৎসব বাতিল, সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থানে নাটক করার খেসারত! ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার