shono
Advertisement

সাময়িক স্বস্তি, অন্তর্বর্তীকালীন জামিন পেলেন অভিনেত্রী নওশাবা

জামিনের মেয়াদ শেষে আত্মসমর্পণের নির্দেশ৷ The post সাময়িক স্বস্তি, অন্তর্বর্তীকালীন জামিন পেলেন অভিনেত্রী নওশাবা appeared first on Sangbad Pratidin.
Posted: 08:31 PM Aug 21, 2018Updated: 09:01 PM Aug 21, 2018

সুকুমার সরকার, ঢাকা: পয়লা অক্টোবর পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন পেলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ৷ গুজব ছড়ানোর দায়ে তথ্য-প্রযুক্তি আইনে গ্রেপ্তার হন বাংলাদেশি এই মডেল-অভিনেত্রী৷ তবে মঙ্গলবার বিকালে তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে ঢাকার মহানগর আদালতের বিচারক দেবব্রত বিশ্বাস৷ অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষে আদালতে এসে আত্মসমর্পণ করতে হবে অভিনেত্রীকে৷ এরপর আবারও শুরু হবে মামলার শুনানি৷ মঙ্গলবার, গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে অভিনেত্রীকে বাড়ি নিয়ে যান তাঁর স্বামী ও ভাই৷

Advertisement

[দুই পৃথক হত্যা মামলায় আটজনকে ফাঁসির সাজা দিল বাংলাদেশ]

উল্লেখ্য, সোমবার ঢাকা মেট্রোপলিটন আদালতে নওশাবার জামিনের শুনানি হয়৷ মডেলের হয়ে সওয়াল করেন আইনজীবী ইমরুল কওসর৷ তবে তাঁর যুক্তি ধোপে টেকেনি৷ নওশাবার আবেদন খারিজ করেন বিচারক মাহমুদা আখতার৷ এরপর বিচারক দেবব্রত বিশ্বাসের এজলাসে মামলা নিয়ে যান নওশাবার পরিবার৷ মিলল সাময়িক স্বস্তি৷ কয়েকদিন আগেই আদালত চত্বরে অসুস্থ হয়ে পড়েন ওই মডেল৷ তারপর তাঁকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিক্যাল কলেজে৷ সেখান থেকে একটি বেসরকারি আদালতে স্থানান্তর করা হয় তাঁকে৷ চলতি মাসের শুরুতে ছাত্র আন্দোলনের সমর্থন করায় নওশাবাকে গ্রেপ্তার করে পুলিশ৷ সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে৷ একই অভিযোগে গ্রেপ্তার করা হয় বিখ্যাত ফটোগ্রাফার শহিদুল আলমকে৷ শুধু তাই নয়, একাধিক বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক পড়ুয়াকেও গ্রেপ্তার করে পুলিশ৷

[বাংলাদেশে আন্দোলনকারীদের মুক্তির দাবিতে সরব অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল]

এদিকে মুক্ত করা হয়েছে ৪২ জন পড়ুয়াকে৷ ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটকে রাখা হয়েছিল তাঁদের৷ কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জাহিদুল আলম বলেন, জামিনের কাগজ পাওয়ায় আইনমাফিক অভিযুক্তদের মুক্তি দেওয়া হয়েছে। এদিকে ছাত্র আন্দোলনের জেরে চাপে হাসিনা সরকার৷ ঢাকায় বাস চাপা পড়ে দুই ছাত্র নিহত হওয়ার পর নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামে ছাত্ররা৷ তারপরই বাংলাদেশ সরকার আন্দোলনকারী ও নাগরিক সমাজের উপর দমন-পীড়ন চালাচ্ছে অভিযোগ করে তা বন্ধ করার আহ্বান জানায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

The post সাময়িক স্বস্তি, অন্তর্বর্তীকালীন জামিন পেলেন অভিনেত্রী নওশাবা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement