shono
Advertisement

মোদির শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন কেজরি

"মানুষ জানতে চান মোদি কতদূর পড়াশোনা করেছেন? তিনি কী আদৌ অর্থনীতিটা বোঝেন?" The post মোদির শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন কেজরি appeared first on Sangbad Pratidin.
Posted: 09:51 PM Dec 15, 2016Updated: 04:21 PM Dec 15, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিলেন আম আদমি পার্টির এই শীর্ষ নেতা৷ জাতীয়  অর্থনীতি সম্পর্কে কী বোঝেন মোদি যে দেশজুড়ে বড় নোট বাতিল করার সিদ্ধান্ত নিয়ে ফেললেন, প্রশ্ন তুলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী৷

Advertisement

এদিন এক সাংবাদিক বৈঠকে কেজরি বলেন, “প্রধানমন্ত্রী নিজেই জানেন না তিনি ঠিক কী করছেন৷ তাঁর শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে প্রকাশে আনা উচিত৷” মুখ্যমন্ত্রী আরও বলেন, “মোদিজির শিক্ষাগত যোগ্যতা নিয়ে একটি মামলা গুজরাত হাই কোর্টের বিচারাধীন৷ ওই মামলার উপর আদালতের স্থগিতাদেশ চেয়ে প্রধানমন্ত্রী তাঁর ঘনিষ্ঠ ও সেরা আইনজীবী তুষার মেহতাকে নিয়োগ করেছেন৷ কেন এত ভয় মোদির?”

সাংবাদিক বৈঠকেই থেমে না থেকে পরে টুইটও করেন কেজরিওয়াল৷ সেখানে তিনি লেখেন, “গোটা দেশ প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্তের ভুক্তভোগী৷ মানুষ জানতে চান মোদি কতদূর পড়াশোনা করেছেন? তিনি কী আদৌ অর্থনীতিটা বোঝেন?” একা মোদি নন, কেজরির বাক্যবাণ থেকে রেহাই পাননি কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীও৷ বিজেপি ও কংগ্রেস ‘ফ্রেন্ডলি ম্যাচ’ খেলছে বলে গতকাল অভিযোগ করেন মুখ্যমন্ত্রী৷ কপ্টার কেলেঙ্কারি থেকে পিঠ বাঁচাতেই কংগ্রেস-বিজেপি জোট বেঁধেছে তাঁর অভিযোগ৷

The post মোদির শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন কেজরি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement