shono
Advertisement

নিপা আক্রান্ত ছাত্রের অবস্থার উন্নতি, আতঙ্ক তবু পিছু ছাড়ছে না কেরলবাসীর

গত বছর নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারান অন্তত ১৭ জন৷ The post নিপা আক্রান্ত ছাত্রের অবস্থার উন্নতি, আতঙ্ক তবু পিছু ছাড়ছে না কেরলবাসীর appeared first on Sangbad Pratidin.
Posted: 05:44 PM Jun 05, 2019Updated: 05:44 PM Jun 05, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিপা ভাইরাস থাবা বসিয়েছে কেরলে৷ আতঙ্কে কাঁপছে ঈশ্বরের দেশ৷ এই পরিস্থিতিতে উদ্বিগ্ন স্বাস্থ্যদপ্তর৷ তবে রোগ মোকাবিলায় রাজ্য প্রশাসন পুরোপুরি প্রস্তুত বলেই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা৷ অকারণে আতঙ্কিত না হয়ে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন তিনি৷

Advertisement

[ আরও পড়ুন: সম্প্রীতির বার্তা দিয়ে দেশবাসীকে ইদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর]

স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা বলেন, ‘‘কেরলের বিভিন্ন জেলার অন্তত ৩১১ জনের উপর নজর রাখা হয়েছে৷ এখনও পর্যন্ত নিপা ভাইরাসে অসুস্থ এক কলেজ ছাত্র৷ মাত্র চব্বিশ ঘণ্টা আগেই নিপা ভাইরাসে আক্রান্ত বলেই শনাক্ত করা গিয়েছিল তাঁকে৷ জ্বর অনেকটাই কমে গিয়েছে৷ বর্তমানে কেরলের এক নার্সিংহোমে ভরতি রয়েছেন তিনি৷ ধীরে ধীরে তেইশ বছর বয়সি ওই ছাত্রের অবস্থার উন্নতি হচ্ছে৷ আপাতত চব্বিশ ঘণ্টা নজরদারিতে রয়েছেন ওই কলেজছাত্র৷’’ বুধবার সকালে জ্বর নিয়ে আরও পাঁচজন হাসপাতালে ভরতি হন৷ তাঁদের ইতিমধ্যেই রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ কালামেশ্বরী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের রক্তের নমুনা পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছে৷ বৃহস্পতিবার সন্ধের মধ্যেই হয়তো ওই পরীক্ষার রিপোর্ট হাতে পেয়ে যাবেন চিকিৎসকেরা৷ তবে যতক্ষণ না পর্যন্ত চিকিৎসকদের হাতে রিপোর্ট আসছে, ততক্ষণ জ্বর এবং গলা ব্যথার চিকিৎসা চলছে ওই রোগীদের৷

[ আরও পড়ুন: ‘রাস্তায় বসে নমাজ পড়লে নেওয়া হবে ব্যবস্থা’, বেফাঁস মন্তব্যে বিতর্কে বিজেপি সাংসদ]

রাজ্য প্রশাসনের মাধ্যমে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে৷ স্বাস্থ্য আধিকারিকরা স্থানীয়দের আতঙ্কিত না হয়ে সাবধান থাকার পরামর্শ দিয়েছেন৷ খোলা হয়েছে কন্ট্রোল রুম৷ দিল্লিতে স্বাস্থ্যমন্ত্রকের তরফে একটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে৷ নম্বরটি হল ০১১-২৩৯৭৮০৪৬৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখেছেন কে কে শৈলজা৷ গত বছরের মে মাসে নিপা ভাইরাসের করাল থাবায় প্রাণ হারিয়েছিলেন কোঝিকোড়ের ১৪ জন এবং মালাপ্পুরমের ৩ জন-সহ মোট সতেরোজন৷ স্বজনহারার শোক ফিকে হতে না হতেই আবারও নিপা আতঙ্কে কাঁটা কেরলবাসী৷

The post নিপা আক্রান্ত ছাত্রের অবস্থার উন্নতি, আতঙ্ক তবু পিছু ছাড়ছে না কেরলবাসীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement