shono
Advertisement

‘এখনই হেলিকপ্টার পাঠান, নাহলে মৃত্যু হবে ৫০ হাজার মানুষের’

ফেসবুকে প্রধানমন্ত্রীকে করুণ আর্তি সিপিএম বিধায়কের৷ The post ‘এখনই হেলিকপ্টার পাঠান, নাহলে মৃত্যু হবে ৫০ হাজার মানুষের’ appeared first on Sangbad Pratidin.
Posted: 12:47 PM Aug 18, 2018Updated: 01:17 PM Aug 18, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ”আমাদের একটা হেলিকপ্টার দিয়ে রক্ষা করুন৷ ভিক্ষা চাইছি আপনাদের কাছে৷ এখানে সাধারণ মানুষ মৃত্যুর সঙ্গে লড়াই করছে৷ আমাদের সাহায্য করুন…” বন্যা বিধ্বস্ত কেরলে সাধারণ মানুষের প্রাণ বাঁচানোর জন্য, এই কাতর কন্ঠের আকুতিই শোনা গেল কেরলের বিধায়ক সাজি ছেরিয়ানের গলায়৷ বন্যার সম্পর্কিত প্রতিক্রিয়া নিতে সংবাদমাধ্যম ওই বিধায়ককে ফোন করলে কার্যত কান্নায় ভেঙে পড়েন তিনি৷ প্রাণ বাঁচানোর আকুতি জানান নিজের ফেসবুক পেজেও৷

Advertisement

[ফেসবুকে বাজপেয়ীর সমালোচনা, অধ্যাপককে গণপিটুনি দিয়ে পোড়ানোর চেষ্টা]

জানা গিয়েছে, কেরলের আলাপ্পুজা জেলার ছেনগান্নুরে জলবদ্ধ হয়ে রয়েছেন ওই সিপিএম বিধায়ক৷ সংবাদমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় নিজের ভয়াবহ পরিস্থিতির কথা জানিয়েছেন তিনি৷ বলেন, তাঁদের উদ্ধারে হেলিকপ্টার না পৌঁছালে মৃত্যু ঘটবে প্রায় পঞ্চাশ হাজার মানুষের৷ নিজের ফেসবুক পেজে তিনি লেখেন, এখনও একটা সেনা হেলিকপ্টারও তাঁদের উদ্ধারকার্যে আসেনি৷ সম্বল বলতে তাঁদের কাছে ছিল ১৫টি বোট৷ যা দিয়ে কিছু মানুষকে নিরাপদ আশ্রয়ে পাঠান গিয়েছে৷ কিন্তু আটকে রয়েছেন অনেকে৷

[উত্তরপ্রদেশের প্রতিটি নদীতে ভাসানো হবে বাজপেয়ীর চিতাভস্ম, জানালেন যোগী]

বন্যা বিধ্বস্ত কেরলর অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে৷ সরকারি হিসাবে মৃতের সংখ্যা ৩২৪৷ নিখোঁজ অনেক৷ যুদ্ধকালীন তৎপরতায় সেখানে উদ্ধারকার্য চালাচ্ছে সেনা৷ শনিবার সকালেই সরজমিনে পরিস্থিতি পরিদর্শনে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ দুর্গতদের জন্য ইতিমধ্যে ৫০০ কোটি টাকার সাহায্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী৷ জানা গিয়েছে, বিভিন্ন এলাকায় উদ্ধারকার্য চললেও অনেক প্রত্যন্ত এলাকায় এখনও পৌঁছনো সম্ভব হয়নি সেনার পক্ষে৷ ফলে সেখানে এখনও আটকে রয়েছেন মানুষজন৷ বিগত সাত দশকের সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতির সম্মুখীন দক্ষিণের এই রাজ্য৷ বৃষ্টি না কমায় বৃহস্পতিবার সকাল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে দক্ষিণ রেলওয়ের পরিষেবা। বন্ধ করে দেওয়া হয়েছে কোচির মেট্রো ও বিমান চলাচল। সুপ্রিম কোর্টও কেরলের বন্যা পরিস্থিতিকে উদ্বেগজনক বলে জানিয়েছে।

The post ‘এখনই হেলিকপ্টার পাঠান, নাহলে মৃত্যু হবে ৫০ হাজার মানুষের’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement