সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাজ করতে গিয়ে আক্রান্ত হয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। শুক্রবার দুপুরে উত্তর ২৪ পরগনার সন্দেশখালির (Sandeshkhali) সরবেড়িয়ার পর রাতে বনগাঁ। তৃণমূল নেতাদের বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁদের হামলার মুখে পড়তে হয়। দুই ক্ষেত্রেই তৃণমূল (TMC) নেতাদের অনুগামীদের দায়ী করেছে ইডি। আর বাংলার এই পরিস্থিতি নিয়ে নজিরবিহীন তুলনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং (Giriraj Singh)। বললেন, ”বাংলায় গণতন্ত্রের লেশমাত্র নেই। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উনের মতো হয়ে যাচ্ছে।”
শুক্রবার রাতে তিনি পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘটনা নিয়ে বলেন, ”পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে আর কিছু নেই। মনে হচ্ছে, কিম জং উনের (Kim Jong Un) সরকার চলছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের গণতন্ত্র। অধীর চৌধুরী তো আগেই বলেছিলেন, এখানে খুন হয়ে গেলেও অবাক হওয়ার কিছু নেই।” শুক্রবার কাজ করতে গিয়ে দফায় দফায় ইডি (ED) আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনা নিয়ে দিনভর উত্তপ্ত ছিল উত্তর ২৪ পরগনার একাধিক এলাকা। রাতেও বনগাঁয় সেই উত্তেজনা জারি ছিল। বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্যকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় ইডির কনভয় লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। তবে কেন্দ্রীয় বাহিনীর পালটা মারমুখী ভঙ্গিতে পিছু হঠে জনতা।
[আরও পড়ুন: মাথায় রামের ‘স্বর্ণ পাদুকা’, ১৩০০ কিলোমিটার হেঁটে রামমন্দির আসছেন ‘ভরত’!]
আর এই পরিস্থিতি নিয়ে বাংলার সঙ্গে উত্তর কোরিয়ার (North Korea) তুলনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। উল্লেখ্য এর আগেও রাজ্যের নানা পরিস্থিতি নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেছিলেন তিনি। তার পালটাও দিয়েছিল শাসকদল তৃণমূল। তবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কিম জং উনের সঙ্গে তুলনা মারাত্মক আক্রমণ বলেই মনে করছে শাসকদল। দলের মুখপাত্র কুণাল ঘোষের পালটা বক্তব্য, ”উত্তরপ্রদেশে বিজেপির যুবনেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার দাম ১১ লক্ষ টাকা ধার্য করেছিল। তাঁকে ধরতে যখন সিআইডির টিম যায় উত্তরপ্রদেশে, তখন তাঁদের ধরে ঘরে বন্দি রেখে আটকানো হয়েছিল। সেসব মনে নেই?” ইতিমধ্যেই তাঁর মন্তব্য নিয়ে শুরু হয়েছে সমালোচনা।