shono
Advertisement

‘ভুলিনি’, শপথ অনুষ্ঠানে বাংলায় নিহত কর্মীদের পরিবারকে ডেকে বার্তা মোদির

৩০ মে দিল্লিতে উপস্থিত থাকবেন প্রায় ৫১ জন নিহত বিজেপি সমর্থকদের পরিজনরা৷ The post ‘ভুলিনি’, শপথ অনুষ্ঠানে বাংলায় নিহত কর্মীদের পরিবারকে ডেকে বার্তা মোদির appeared first on Sangbad Pratidin.
Posted: 12:18 PM May 29, 2019Updated: 12:18 PM May 29, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত বাংলায় রাজনৈতিক হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবার৷ আগামিকাল, ৩০ মে দিল্লিতে উপস্থিত থাকবেন প্রায় ৫১ জন নিহত বিজেপি সমর্থকদের পরিজনরা৷

Advertisement

[নির্বাচনী আবহ কাটতেই ফের মহার্ঘ পেট্রল-ডিজেল, ভোগান্তি বাড়ল সাধারণের]

আগামিকাল বা বৃহস্পতিবার, দ্বিতীয়বারের জন্য রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী পদের শপথ নেবেন নরেন্দ্র মোদি৷ এই অনুষ্ঠানে একাধিক রাষ্ট্রপ্রধান-সহ আমন্ত্রিত প্রায় ৭ হাজার অতিথি৷ তাঁদের মধ্যে রয়েছেন বাংলায় নিহত ৫০ জন দলীয় কর্মীর আত্মীয়রা৷ এঁদের মধ্যে ৪৬ জন পঞ্চায়েত ও ৫ জন লোকসভা নির্বাচনের ঘটা হিংসায় নিহত হয়েছিলেন৷ বিজেপি সূত্রে খবর, বুধবার স্থানীয় নেতাদের সঙ্গে দিল্লির উদ্দেশে ট্রেনে রওনা দিয়েছেন তাঁরা৷ বৃহস্পতিবার দিল্লি পৌঁছাবেন তাঁরা৷ সেখানে তাঁদের থাকা-খাওয়ার বিশেষ ব্যবস্থা করা হয়েছে৷ বিজেপি সূত্রে খবর, নিহত কর্মীদের বেশিরভাগই বারাকপুর, কৃষ্ণনগর, বর্ধমান, রানাঘাট, পুরুলিয়া, মালদা, বীরভুম, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও কোচবিহারের বাসিন্দা ছিলেন৷ এক বিজেপি নেতার বক্তব্য, “গোটা পশ্চিমবঙ্গ আজ বিজেপির পক্ষে দাঁড়িয়ে আছে৷ বাংলার জনতা যে মোদিজিকে চাইছে, লোকসভা নির্বাচনে তা স্পষ্ট৷ তবে এই জায়গায় পৌঁছাতে আমাদের যে কর্মীরা জীবন দিয়েছেন, তাঁদের আমরা ভুলিনি৷ আমরা সবসময় তাঁদের পরিবারে পাশে দাঁড়াব৷”

রাজ্যে বিগত পঞ্চায়েত নির্বাচন থেকেই তুঙ্গে উঠেছে তৃণমূল-বিজেপি সংঘর্ষ৷ নিহত উভয়পক্ষেরই বহু সমর্থক৷ বিজেপির অভিযোগ, রাজ্যে রাজনৈতিক হিংসার বলি হয়েছেন ৬৮ জন সমর্থক৷ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিহত সমর্থকদের পরিবারকে আমন্ত্রণ জানিয়ে রাজ্যে কর্মীদের আরও উজ্জীবিত করতে চাইছে গেরুয়া শিবির৷ ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে কর্মীদের দলের সাফ বার্তা- ‘আমরা পাশে আছি’৷ উল্লেখ্য, ২০১৪ সালে রাজ্যে মাত্র ২টি লোকসভা আসন পেয়েছিল বিজেপি৷ গত পঞ্চায়েত নির্বাচনেও প্রায় ২০ হাজার আসনে প্রার্থী দিতে পারেনি বিরোধীরা৷ ওই জায়গা থেকে ঘুরে দাঁড়িয়ে এবার এবার সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে ১৮টি আসন দখল করতে সক্ষম হয়েছে দলটি৷ এককালের তৃণমূল সেনাপতি মুকুল রায় প্রকাশ্যেই বলেছেন, এবার বাংলায় পরিবর্তন হবে৷ তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুরে দাঁড়ানোর ইতিহাস রয়েছে৷ তাই শেষ হাসি কে হাসবে তা সময়ই বলবে৷           

[গেরুয়া ধাক্কায় নরম হিন্দুত্বের পথে তৃণমূল! সুদীপের মন্তব্যে জল্পনা]

The post ‘ভুলিনি’, শপথ অনুষ্ঠানে বাংলায় নিহত কর্মীদের পরিবারকে ডেকে বার্তা মোদির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement