শেখর চন্দ্র: দীর্ঘদিন গা ঢাকা দেওয়ার পর অবশেষে আদালতে আত্মসমর্পণ লালা ওরফে অনুপ মাঝির (Anup Majhi)। কয়েক বছর ধরে সুপ্রিম কোর্টের রক্ষাকবচে ছিলেন কয়লা পাচার কাণ্ডের মূল কিংপিন লালা। মঙ্গলবার সকালে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজির হন তিনি। জামিনের আর্জি নিয়ে এদিন আদালতের দ্বারস্থ হয়েছেন অনুপ মাঝি।
কয়লা পাচার মামলায় দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে অনুপ মাঝি ওরফে লালা। পরবর্তীতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। মেলে রক্ষাকবচ। সেই কারণেই সিবিআই তাঁকে গ্রেপ্তার করতে পারছিলেন না। এদিকে ইতিমধ্যেই কয়লা পাচার মামলায় বেশকিছু চার্জশিট জমা পড়েছে। আগামী ২১ মে কয়লা পাচার মামলায় অন্তিম চার্জশিট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। তার পরই শুরু হবে ট্রায়াল। এদিকে সিবিআই লালাকে পাচ্ছিল না, ফলে তদন্ত সম্পূর্ণ করতে পারছিল না। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তাই এদিন আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজির হলেন অনুপ মাঝি। জামিনের আবেদন নিয়ে তিনি এসেছেন বলে খবর।
[আরও পড়ুন: সন্দেশখালি মামলা: এখনই পদক্ষেপ নয়, বিজেপি নেতা গঙ্গাধর কয়ালদের সাময়িক স্বস্তি হাই কোর্টে]
প্রসঙ্গত, ২০২০ সালে কয়লা পাচার মামলার তদন্ত শুরু করে সিবিআই। লালার বাড়ি, অফিসে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। লালার সঙ্গী বলে পরিচিত গুরুপদ মাজি-সহ বেশ কয়েকজনকেও গ্রেপ্তার করা হয়। এদিকে সিবিআইয়ের পাশাপাশি কয়লা পাচার মামলার তদন্ত করছে ইডিও। কিন্তু সেই মামলায় রক্ষাকবচ নেই লালার। ফলত এবার ইডি নতুন করে কোনও পদক্ষেপ করে কি না, সেদিকেই নজর।