সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার কি মিস ইন্ডিয়া প্রতিযোগিতাতেও সংরক্ষণ চাইছেন রাহুল গান্ধী? লোকসভার বিরোধী দলনেতার বক্তব্যে ইঙ্গিত তেমনটাই। যা নিয়ে আবার পালটা এল বিজেপির তরফে। সংখ্যালঘু এবং সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু বললেন, যেভাবে রাহুল মিস ইন্ডিয়া, সিনেমা এবং খেলাধুলোয় সংরক্ষণ চাইছেন, সেটা বালক বুদ্ধির পরিচয়।
জাতিগত জনগণনা, সংরক্ষণকে জাতীয় এজেন্ডা হিসাবে তুলে ধরতে মরিয়া রাহুল গান্ধী। প্রায় সব সভা, বৈঠক, সর্বত্র দলিত, আদিবাসীদের বঞ্চনা নিয়ে সরব হন তিনি। সরকারের শীর্ষ আমলাতন্ত্র থেকে বেসরকারি সংস্থার কর্মী, সর্বত্র দলিত, আদিবাসী সংখ্যালঘুদের অনুপস্থিতি নিয়ে নিয়মিতভাবে সরব হচ্ছেন তিনি।
[আরও পড়ুন: খুলে যাবে পাকিস্তানের সঙ্গে বাণিজ্যপথ! উপত্যকার নির্বাচনী ইস্তেহারে ঘোষণা মেহবুবার]
শনিবার যুব কংগ্রেসের সংবিধান সম্মান সম্মেলনে ভাষণ দেন তিনি। সেখানেই বিরোধী দলনেতাকে বলতে শোনা যায়, "আমি মিস ইন্ডিয়ার তালিকাটা দেখছিলাম। ভেবেছিলাম একজন অন্তত আদিবাসী বা দলিত মহিলা থাকবেন। কিন্তু ওই তালিকায় একজনও দলিত, ওবিসি বা আদিবাসী নেই। তাও সংবাদমাধ্যমে নাচ-গান, সিনেমা, ক্রিকেট, বলিউড এসব নিয়ে কথা হয়। কৃষক-শ্রমিকদের সমস্যা নিয়ে কথা হয় না।" রাহুল বলেন, আগামী দিনে জাতিগত জনগণনা নীতি নির্ধারণের মূল ভিত্তি হতে পারে।
[আরও পড়ুন: নয়া পেনশন নীতিতে সিলমোহর কেন্দ্রের, কেমন সুবিধা পাবেন অবসরপ্রাপ্তরা?]
কংগ্রেস নেতার ওই বক্তব্য ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বিজেপি সমর্থকরা ওই মন্তব্য নিয়ে রসিকতাও শুরু করেছেন। খোদ কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু এক্স হ্যান্ডেলে পোস্ট করে বললেন, "এবার উনি মিস ইন্ডিয়া প্রতিযোগিতা, খেলাধুলোতেও সংরক্ষণ চাইছেন। এটা শুধু ওই বালক বুদ্ধির মনোরঞ্জনের ব্যাপার নয়, যারা ওকে সমর্থন করেন, তাঁদেরও সমস্যা।"