সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের (IPL 2024) ইতিহাসে নিজেদের সর্বকালের সেরা রান তোলার পর বোলারদের ম্যাজিক। দুরন্ত অলরাউন্ড পারফরম্যান্স করে ম্যাচ জিতল কেকেআর (KKR)। বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসকে (DC) হারিয়ে টানা তিন ম্যাচ জিতে নিল বেগুনি জার্সিধারীরা। ১০৬ রানের বিরাট ব্যবধানে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে কলকাতা নাইট রাইডার্স। জলে গেল ঋষভ পন্থের লড়াকু হাফসেঞ্চুরি।
[আরও পড়ুন: বিশাখাপত্তনমে নাইট ঝড়, নিজেদের সেরা রান কেকেআরের]
এদিন টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার। প্রথম ওভারে মাত্র তিন রান তোলেন দুই ওপেনার নারিন ও ফিল সল্ট। তার পর থেকে বিশাখাপত্তনমে কেবলই কেকেআর ব্যাটারদের তাণ্ডব। তাঁদের দাপটে পাওয়ার প্লেতেই ৮০ রানের গণ্ডি পেরিয়ে যায় কেকেআর। ৮৫ রান করে আউট হন সুনীল নারিন। আইপিএলে এটাই তাঁর সর্বোচ্চ রান। নারিন ফিরতে কেকেআর ব্যাটিংয়ের হাল ধরেন তরুণ অঙ্গকৃষ। অর্ধশতরান হাঁকান তিনি। সঙ্গে ছিল রাসেল ঝড়ও। মাত্র ৮ বলে ২৬ রান আসে রিঙ্কুর ব্যাট থেকেও। সবমিলিয়ে ২৭২ রানের পাহাড়ে গিয়ে থামে কেকেআরের ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে ঝোড়ো শুরু করে দিল্লিও। কিন্তু দ্বিতীয় ওভার থেকেই দিল্লির উইকেট পড়তে শুরু করে। ২৭২ রান তাড়া করার চাপে বড় শট খেলতে গিয়ে উইকেট ছুঁড়ে দেন পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নাররা। চার উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দিল্লি ইনিংসকে বাঁচিয়ে তোলেন পন্থ। অধিনায়কের সঙ্গে লড়াই চালিয়ে যান ট্রিস্টিয়ান স্টাবস। হাফসেঞ্চুরি করা দুই ব্যাটারকেই প্যাভিলিয়নে ফেরান বরুণ চক্রবর্তী। তার পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে দিল্লির লোয়ার অর্ডার। ১০৬ রানের বিশাল ব্যবধানে জিতে লিগ টেবিলের শীর্ষে কেকেআর। মাঠে বসে দলের দাপট দেখলেন শাহরুখ খান।