সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি আইপিএলে (IPL 2024) আগুনে ফর্মে আছেন সুনীল নারিন (Sunil Narine)। নাইটদের (Kolkata Knight Riders) হয়ে ওপেন করতে নেমে প্রায় প্রতিটি ম্যাচেই তাঁর ব্যাটে চার-ছক্কার বন্যা। ইডেনে মুম্বইকে হারিয়ে কলকাতাও প্লে অফে চলে গিয়েছে। কিন্তু তার মধ্যেই এক লজ্জার নজির গড়লেন ক্যারিবিয়ান তারকা।
শনিবারের বৃষ্টিবিঘ্নিত ইডেনে জশপ্রীত বুমরাহর বলে শূন্য রানে আউট হন নারিন। মুম্বই তারকার বলের সুইং বুঝতেই পারেননি তিনি। অফ স্ট্যাম্পের বল বাইরের দিকে যাবে ভেবে ছেড়ে দিতেই ভেঙে যায় নারিনের উইকেট। প্রথম বলেই আউট হন নারিন। এই নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে মোট ৪৪ বার 'ডাক' করলেন তিনি। যে লজ্জার রেকর্ড বিশ্ব ক্রিকেটে আর কারওর নেই।
[আরও পড়ুন: সৌদিতে ফের ব্যর্থতাই সঙ্গী রোনাল্ডোর, লিগ চ্যাম্পিয়ন নেইমারের আল হিলাল]
তাঁর পিছনে আছেন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস। তাঁর 'ডাক'-এর সংখ্যা ৪৩। তৃতীয় ও চতুর্থ স্থানে আছেন আফগানিস্তানের রশিদ খান ও আয়ারল্যান্ডের পল স্টির্লিং। যদিও আইপিএলে সবচেয়ে বেশি শূন্যের রেকর্ড রয়েছে তিন ব্যাটারের। গ্লেন ম্যাক্সওয়েল, রোহিত শর্মা, দীনেশ কার্তিক আইপিএলে ১৭ বার শূন্য রানে আউট হয়েছেন। তাঁদের ঠিক পিছনেই আছেন নারিন। তাঁর 'ডাক' সংখ্যা ১৬।
[আরও পড়ুন: উঠে যাচ্ছে টস! ঘরোয়া ক্রিকেটে বড় বদলের পথে জয় শাহদের বোর্ড, দুভাগে হবে রনজি]
যদিও বাকিদের মতো নারিন 'স্পেশালিস্ট' ব্যাটার নন। নাইট মেন্টর গৌতম গম্ভীরের চালেই ওপেনার হিসেবে নামছেন তিনি। চলতি আইপিএলে তাঁর রান ৪৬১। উইকেট পেয়েছেন ১৫টি। নাইটদের সাফল্যের নেপথ্যে রয়েছে তাঁর দুরন্ত পারফরম্যান্স। তবে শূন্যের এই রেকর্ড নিশ্চয়ই চাননি তিনি।