সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা তিন ম্যাচে জয়। তাও আবার রীতিমতো দাপট দেখিয়ে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2024) স্বপ্নের ফর্মে থাকা কলকাতা নাইট রাইডার্স (KKR) সোমবার তাদের চতুর্থ ম্যাচ খেলতে নামছে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস ( KKR vs CSK)।
গতবারের আইপিএল চ্যাম্পিয়নদের ঘরের মাঠে হারানোটা অনেকটাই ‘সিংহের গুহায় ঢুকে সিংহ শিকার’-এর মতো ব্যাপার। কেকেআর টিম ম্যানেজমেন্ট সেটা ভালো করেই জানেন। তাই চেন্নাইয়ের বিরুদ্ধে নামার আগে কিছুটা হলেও নিজেদের সতর্কতার মোড়োকে ঢেকে রাখছে তারা। রাজস্থান রয়্যালসের মতোই কেকেআর এখনও প্রতিযোগিতায় অপরাজিত। এবং এই অপরাজিত থাকার পিছনে রয়েছে ব্যাটারদের ‘আক্রমণাত্মক মেজাজ’।
খেলার শুরু থেকে শেষপর্যন্ত ‘খুনে’ মেজাজে ব্যাট করাটাই কেকেআরের আসল অস্ত্র। একইসঙ্গে রয়েছেন সুনীল নারিন নামক ব্রহ্মাস্ত্র। ‘ব্যাটার’ নারিন পারফরম্যান্সের বিচারে অনেটাই ছাপিয়ে গিয়েছে ‘বোলার’ নারিনকে। আশা করা যাচ্ছে, সিএসকের বিরুদ্ধেও নারিন গত ম্যাচের মতোই জ্বলে উঠবেন। শুধু নারিন নন, কেকেআরের ব্যাটিং বিভাগ যথেষ্ট ভালো পারফর্ম করছে। রিঙ্কু সিং রয়েছেন। কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার রান না পেলেও তাঁর অভাব ঢেকে দিচ্ছেন আন্দ্রে রাসেল।
[আরও পড়ুন: কেন KKR থেকে বাদ পড়েন কুলদীপ? ভারতীয় স্পিনারের সঙ্গে সম্পর্ক নিয়ে বিস্ফোরক কার্তিক]
সিএসকে অবশ্য শেষ দু’টি ম্যাচে হেরে কিছুটা হলেও চাপে রয়েছে। তবে চেন্নাই ড্রেসিংরুমে খুববেশি প্রভাব পড়ছে না। যদিও সিএসকে ম্যানেজমেন্ট চাইছে, কেকেআরকে হারিয়ে ফের জয়ের সরণিতে ঢুকে পড়তে। কিন্তু জিততে হলে চেন্নাইয়ের টপ অর্ডারকে রানে ফিরতে হবে। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় এবং নিউজিল্যান্ড তারকা রাচীন রবীন্দ্র এখনও পর্যন্ত সেভাবে বড় রান করতে পারেননি। চেন্নাইয়ের হয়ে এখনও পর্যন্ত সবথেকে সফল ব্যাটার শিবম দুবে। তিনি এখনও পর্যন্ত ১৪৮ রান করেছেন। স্ট্রাইক রেট ১৬০.৮৬।
এছাড়া আছেন অজিঙ্ক রাহানে এবং রবীন্দ্র জাদেজা। দুই অভিজ্ঞ ব্যাটার ভরসা দিলেও তাঁদের ব্যাট থেকে এখনও সেভাবে বড় রান পাননি। জয়ের সরণীতে ফিরতে হলে এই দু’জনকে বড় রান করতেই হবে। সিএসকের বোলিং বিভাগও সমস্যার মধ্যে রয়েছে। তাদের পেসার মুস্তাফিজুর রহমান এবং মাথিশা পাথিরানা গত ম্যাচে খেলেননি। কেকেআরের বিরুদ্ধে খুব সম্ভবত ফিরতে চলেছেন মুস্তাফিজুর। স্পিনার হিসাবে রয়েছেন মইন আলি, জাদেজা এবং মহেশ থিকসানা।
উল্টোদিকে, কেকেআরের বোলিং বিভাগ এখনও পর্যন্ত দুর্দান্ত পারফর্ম করেছে। হর্ষিত রানা, বৈভব অরোরা এবং রাসেল দলকে ভরসা দিচ্ছেন। অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক এবং স্পিনার বরুণ চক্রবর্তী ধীরে ধীরে ছন্দে ফিরছেন। যা চিন্তামুক্ত করছে মেন্টর গৌতম গম্ভীরকে। দলের সহকারী কোচ অভিষেক নায়ার জানিয়ে গেলেন, আক্রমণাত্মক হওয়ার পাশাপাশি তাঁদের কৌশলী হতে হবে। রবিবার তিনি বলছিলেন, ‘‘এই ফরম্যাটে আগ্রাসন জরুরি। পাওয়ার প্লে-র সময় বা শেষ ছয় ওভার ছাড়াও মাঝের ওভারেও আক্রমণাত্মক থাকাটা দরকার। তবে একইসঙ্গে কৌশলীও হতে হবে। কীভাবে আগ্রাসনকে কাজে লাগাতে হবে, সেটাও গুরুত্বপূর্ণ। সেই কারণেই বলছি, আমাদের ব্যাটারদের কৃতিত্ব দিতে হবে। ওরা নিজেদের কাজটা দারুণভাবেই পালন করছে।’’
তিনি একইসঙ্গে জানিয়েছেন, আগের ম্যাচগুলিতে কী হয়েছে, তা ভুলে গিয়ে মাঠে নামছেন। তাঁর বক্তব্য, ‘‘অতীতে কী হয়েছে সেটা ভেবে লাভ নেই। বরং ভবিষ্যৎ নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। এখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়াটা জরুরি।’’ মেন্টর হিসাবে গৌতম গম্ভীরের উপস্থিতি দলের ক্রিকেটারদের বাড়তি সাহায্য করছে, সেটাও বলেছেন তিনি। তাঁর বক্তব্য, ‘‘মেন্টর হিসাবে ডাগআউটে গম্ভীরের উপস্থিতি অবশ্যই পার্থক্য গড়ে দিচ্ছে। একইসঙ্গে ক্রিকেটারদেরও উদ্দীপ্ত করছে।’’
নায়ার একইসঙ্গে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তরুণ ক্রিকেটার অঙ্গকৃশ রঘুবংশীকে। তাঁর আগ্রাসী ব্যাটিং এবারের দলের অন্যতম ভরসা। বলেছেন, ‘‘ওর প্রতিভা রয়েছে। এবং কঠোর পরিশ্রম করার মানসিকতাও আছে। ওর প্রতিভা এমনই যে সবার থাকে না।’’ এদিন আবার সিএসকে ড্রেসিংরুমে গিয়ে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে দেখা করেছেন রিঙ্কু সিং।
(আজ আইপিএলে-চেন্নাই সুপার কিংস বনাম কেকেআর
সন্ধে ৭.৩০, চেন্নাই, স্টার স্পোর্টস)