shono
Advertisement
KMC

কমছে খরচ! মধ‌্যবিত্তকে বাড়ি তৈরিতে উৎসাহ কলকাতা পুরসভার

Published By: Sucheta SenguptaPosted: 10:02 PM Aug 09, 2024Updated: 10:02 PM Aug 09, 2024

অভিরূপ দাস: কম জমির মালিক। সেখানে ছোটখাটো একটা বাড়ি তৈরি করার পরিকল্পনা রয়েছে। কলকাতার এমন মধ‌্যবিত্তদের জন‌্য বিশেষ ছাড় দেবে কলকাতা পুরসভা (KMC)। শুক্রবার মেয়র পারিষদ বৈঠকে ঠিক হয়েছে, ছোট জমির মালিকদের ক্ষেত্রে বাড়ির স‌্যাংশন প্ল‌্যান বাবদ বিপুল ছাড় দেওয়া হবে। দুকাঠা থেকে তিন কাঠা জমির মালিকদের এতদিন বাড়ি তৈরির ক্ষেত্রে স‌্যাংশন প্ল‌্যান বাবদ দু’লক্ষ কুড়ি হাজার টাকা দিতে হতো। নতুন নিয়মে দিতে হবে মাত্র এক লক্ষ‌ কুড়ি হাজার টাকা। অর্থাৎ প্রায় ৫০ শতাংশ ছাড় (Rebate)মিলবে বাড়ি তৈরির স‌্যাংশন প্ল‌্যানের জন‌্য। মেয়র ফিরহাদ হাকিম এদিন জানিয়েছেন, যাঁরা ছোট বাড়ি তৈরি করতে চান। তাদের জন‌্য এবার এই সুবিধা চালু করছে পুরসভা।

Advertisement

নয়া নিয়ম অনুযায়ী, যাঁর এক কাঠা জমি রয়েছে, সেখানে বাড়ি করতে হলে শহরের মধ‌্যবিত্তর স‌্যাংশন প্ল‌্যান বাবদ দিতে হবে মাত্র ৪০ হাজার টাকা। জমির (Land) পরিমাণ যদি এক কাঠা থেকে দুকাঠা হয়, সেখানে বাড়ি করতে হলে স‌্যাংশন প্ল‌্যান বাবদ দিতে হবে ৭০ হাজার টাকা। আর জমির পরিমাণ দু’কাঠা থেকে তিন কাঠা হলে এক লক্ষ কুড়ি হাজার টাকা দিতে হবে স‌্যাংশন প্ল‌্যানের (Sanction Plan) জন‌্য।

[আরও পড়ুন: নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে ফোন মমতার, দোষীদের শাস্তির আশ্বাস]

এনিয়ে মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) কথায়, ‘‘এই ছাড় শুধুমাত্র নিজের বাড়ি তৈরি করলেই মিলবে। বিল্ডিংটা সম্পূর্ণ রেসিডেন্সিয়াল (Residential) হতে হবে। কমার্শিয়াল হলে ছাড় মিলবে না।’’ ফ্ল‌্যাট নয়। শুধুমাত্র নিজের বাড়ি তৈরি করলেই এই বিশেষ ছাড় মিলবে। শহর কলকাতায় অসংখ‌্য মধ‌্যবিত্ত মানুষের সম্বল এক-দুকাঠা জমি। স‌্যাংশন প্ল‌্যান বাবদ অতিরিক্ত খরচের ভয়ে অনেকেই বাড়ি করতে সাহস পেতেন না। কলকাতা পুরসভার নয়া এই সিদ্ধান্তের পর এবার নিজের মাথার ছাদ তৈরি করতে পারবেন মধ‌্যবিত্ত। কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের ডিজি উজ্জ্বল সরকার জানিয়েছেন, এর ফলে বেআইনি নির্মাণের প্রবণতাও অনেকটাই কমবে।

[আরও পড়ুন: ‘চ্যালেঞ্জ নিয়ে বাংলাকে এগিয়ে দিয়েছেন’, বুদ্ধ-স্মরণে মীরাদেবীকে চিঠি রাহুলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শহরে বাড়ি তৈরি করতে মধ্যবিত্তকে উৎসাহ।
  • খরচ কমাল কলকাতা পুরসভা।
  • কমল স্যাংশন প্ল্যানের খরচ, বিস্তারিত জানালেন মেয়র।
Advertisement