shono
Advertisement

‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচিতে শামিলের আরজি মোদির, কীভাবে আপলোড করবেন তেরঙ্গা সেলফি?

স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকার সঙ্গে ছবি তুলে কোথায় আপলোড করতে হবে? জানুন।
Posted: 02:17 PM Aug 12, 2023Updated: 02:17 PM Aug 12, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের প্রতিটি বাড়িতে উড়ুক জাতীয় পতাকা। স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ তেরঙ্গা সেলফি তুলে আপলোড করুন। গত বছরই দেশবাসীকে এই আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এবারও ১৫ আগস্টের আগে দেশপ্রেম ‘উসকে’ দিলেন তিনি। প্রত্যেক ঘরে তেরঙ্গা ওড়ানোর ডাক দিলেন মোদি। সেই সঙ্গে তাঁর আরজি, শুধু বাড়িতে জাতীয় পতাকা ওড়ানোই নয়, তার ছবি আপলোড করে হর ঘর তেরঙ্গা কর্মসূচিতে শামিল হোন আপনিও। harghartiranga.com ওয়েবসাইটে নিজের স্বাধীনতা দিবস স্পেশ্যাল ছবি আপলোড করে ইতিহাস রচনায় অঙ্গীকারবদ্ধ হতেই পারেন।

Advertisement

আগামী কাল, অর্থাৎ ১৩ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত ‘হর ঘর তেরঙ্গা’ (#HarGharTiranga) কর্মসূচি পালন করতে বলেছেন প্রধানমন্ত্রী। দেশ স্বাধীনের বিশেষ দিনে ঐক্যের বার্তা দিতেই এই আহ্বান। আপনিও যদি এই কর্মসূচিতে অংশ নিতে চান, তাহলে চটপট জেনে নিন কীভাবে আপলোড করবেন তেরঙ্গা সেলফি।

[আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে ‘রক্তের খেলা’, কড়া কথা মোদির, ‘মিথ্যা বলছেন’, পালটা মমতার]

  • প্রথমেই https://harghartiranga.com ওয়েবসাইটে চলে যান।
  • সেখানে হোম পেজে ‘আপলোড সেলফি উইথ ফ্ল্যাগ’ (Upload Selfie with Flag) বাটনটি খুঁজে পাবেন। তাতে ক্লিক করুন।
  • সঙ্গে সঙ্গে আপনার সামনে একটি একটি পপ-আপ খুলে যাবে। সেখানে নিজের নামটি লিখে ফেলুন।
  • এবার তেরঙ্গার সঙ্গে তোলা আপনার ছবিটি সেখানে আপলোড করুন। ফাইল অপশনে গিয়ে বেছে নিতে পারবেন নিজের ছবি।
  • আপলোড হয়ে গেলে সাবমিট (Submit) বাটনে ক্লিক করুন।
  • এক্ষেত্রে মাথায় রাখুন harghartiranga.com-এর তরফে আপনার ছবি ও নাম ব্যবহারে অনুমতি চাওয়া হবে। সেই অনুমতি আপনাকে দিতে হবে।

ব্যস আপনার কাজ শেষ। তবে ছবি আপলোড করার পর এই ওয়েবসাইটে ছবি দেখতে না পেলেও নিশ্চিত থাকুন যে ১৬ আগস্ট সকাল ৮টা থেকে তা দেখা যাবে।

[আরও পড়ুন: চিকিৎসক বন্ধুর সঙ্গে বেরিয়ে ফেরার পথে অপহৃত নার্সিং ছাত্রী! পুলিশি তৎপরতায় ৬ ঘণ্টায় উদ্ধার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement