shono
Advertisement

Breaking News

জানেন, কার সঙ্গে প্রেমলীলায় মেতেছেন সারা আলি খান?

আপনিও দেখুন কার সঙ্গে প্রেম করছেন সইফ কন্যা সারা! The post জানেন, কার সঙ্গে প্রেমলীলায় মেতেছেন সারা আলি খান? appeared first on Sangbad Pratidin.
Posted: 11:48 PM Jan 04, 2017Updated: 08:52 PM Jan 04, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীলকুমার শিণ্ডের নাতির সঙ্গে নাকি প্রেম করছেন সইফ কন্যা৷ জোর গুজব, আলোচনা৷ এমনকি শোনা যাচ্ছিল বীর পাহারিয়ার সঙ্গে সারা নাকি স্টেডি রিলেশনশিপে রয়েছেন৷ বহুবার একান্তে ঘনিষ্ঠভাবে সময় কাটাতে দেখা গিয়েছে তাঁদের৷ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাঁদের বহু ঘনিষ্ঠ ছবি৷

Advertisement

কিন্তু না, তা নয়৷ সুশীলকুমার শিণ্ডের নাতি বীর পাহারিয়া সারার বয়ফ্রেন্ড নন৷ সারা নাকি অন্য কারওর সঙ্গে প্রেম করছেন৷ কিন্তু সেটা কে! এই কৌতুহলই এখন ঘুরে ফিরে বেড়াচ্ছে বলিউডের বিভিন্ন মহলে৷ সইফ-অমৃতা কন্যা সারার বর্তমান বয়ফ্রেন্ড আর কেউ নন, তিনি হলে শাহিদ কাপূরের ভাই ইশান খাট্টার৷ এমনকি, পরিচালক নাগরাজ মঞ্জুলের বিখ্যাত মারাঠি সিনেমা সাইরাটের যে হিন্দি রিমেক করতে চলেছেন করণ জোহর সেখানে দেখা যেতে পারে সারা ও ইশানকে৷

যদিও তার আগে করণ জোহরেরই ধর্মা প্রোডাকশনের নতুন ছবিতে ঋত্বিক রোশনের বিপরীতে বলিউডে এন্ট্রি হতে চলেছে সারার৷ আপাতত পরিচালক করণ মালহোত্রার সেই ছবি নিয়েই ব্যস্ত সারা৷

The post জানেন, কার সঙ্গে প্রেমলীলায় মেতেছেন সারা আলি খান? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement