সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিলায়েন্স জিওর হ্যাপি নিউ ইয়ার অফারের দৌলতে বেশ কয়েক মাস ধরে ফ্রি ডেটা ও ভয়েস কল পরিষেবা পাচ্ছেন গ্রাহকরা। জিও সিমটি অ্যাকটিভ হওয়ার পর থেকে রিচার্জ করা বা ব্যালেন্স দেখে নেওয়ার মতো কোনও পরিস্থিতি তৈরিই হয়নি। কিন্তু ৩১ মার্চের পর থেকে পরিস্থিতি বদলাতে চলেছে। কারণ চলতি মাসের মধ্যেই ৯৯ টাকার বিনিময়ে গ্রাহককে প্রাইম মেম্বারশিপ নিতে হবে। তারপর আনলিমিটেড ডেটা ও ভয়েস কল পরিষেবার জন্য করতে হবে রিচার্জ। অর্থাৎ এর পর থেকে ফোনে ডেটা ব্যালেন্স জানার প্রয়োজন পড়বেই। ভোডাফোন, এয়ারটেল মোবাইল পরিষেবার USSD কোডের মতো রয়েছে জিওর USSD কোডও। জিওর ক্ষেত্রে এখনও পর্যন্ত তা জানার দরকার হয়নি। তবে এবার জেনে রাখুন কীভাবে সহজেই ব্যালেন্স সংক্রান্ত তথ্য দেখে নিতে পারবেন।
স্মার্টফোনের মাই জিও অ্যাপ খুললেই স্পেশ্যাল ডিসকাউন্ট অফার, কলার টিউন, ডেটা ব্যালেন্সের মতো সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন অনায়াসেই। তবে এর চেয়েও সহজ উপায় হল USSD কোড ডায়াল করে ব্যালেন্স চেক করা। এক নজরে দেখে নেওয়া যাক জিওর USSD কোডগুলি কী কী।
জিও মেইন ব্যালেন্স- *333# অথবা *367#
জিও এসএমএস ব্যালেন্স- *367*2#
জিও GPRS অথবা ইন্টারনেট ব্যালেন্স- *333*1*3*#
লোকাল কল মিনিট ব্যালেন্স- *367*2#
মিসড কল অ্যালার্ট অ্যাকটিভ করার জন্য- *333*3*2*1#
মিসড কল অ্যালার্ট ডি-অ্যাকটিভ করার জন্য- *333*3*2*1#
কলার টিউন অ্যাকটিভ করার জন্য- *333*3*1*1#
কলার টিউন ডি-অ্যাকটিভ করার জন্য- *333*3*1*2#
নিজের জিও নম্বরটি জেনে নিন- *1#
স্পেশ্যাল ডিসকাউন্ট অফার- *789#
স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে রিচার্জের জন্য- *368# অথবা *305*#
ফোনে জিওর পরিষেবা পেতে- *333 অথবা *369
এছাড়াও মোবাইলের মেসেজ অপশানে গিয়ে MBAL লিখে 55333 নম্বরে পাঠিয়ে দিলেও ব্যালেন্স জানতে পারবেন। পাশাপাশি ১৯৯ ডায়াল করেও জানা যাবে খুঁটিনাটি তথ্য।
The post জানেন, জিওতে কীভাবে চেক করবেন ডেটা ব্যালেন্স? appeared first on Sangbad Pratidin.