shono
Advertisement

বাড়ির ছাদে মার্বেল দিয়ে শাহরুখের ছবি আঁকলেন কলকাতার যুবক, আপ্লুত খোদ কিং খান

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যুবকের এই শিল্পকর্ম।
Posted: 08:49 PM Sep 11, 2023Updated: 09:10 PM Sep 11, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে ভক্তের মতো ভক্ত। প্রাণে শাহরুখ, মনে শাহরুখ আর এবার বাড়ির ছাদেও শাহরুখ! হ্য়াঁ, এমনই এক কাণ্ড করে ফেলেছেন কলকাতার যুবক প্রীতম চক্রবর্তী। নিজের ছাদে মার্বেল পাথর দিয়ে এঁকে ফেলেছেন শাহরুখের ছবি। যার মাপ ৩০ ফুট! ইতিমধ্যেই এমন কাণ্ড ঘটানোর জন্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে প্রীতমের এই শিল্পকর্ম।

Advertisement

[আরও পড়ুন: ‘আমি বলির পাঁঠা…’! চেন্নাই কনসার্ট নিয়ে ভক্তরা ভয়ংকর ক্ষুব্ধ হতেই টিকিটের টাকা ফেরাচ্ছেন রহমান]

সোশ্যাল মিডিয়ায় প্রীতমের যে ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে, মার্বেলের টুকরো এবং পেন্টব্রাশ ব্যবহার করেই প্রিয় নায়ককে ফুটিয়ে তুলেছেন প্রীতম। পুরো ভিডিওটি শুট করা হয়েছে ড্রোনের মাধ্যমে।

প্রীতমের এই ভিডিও চোখে পড়েছে খোদ শাহরুখেরও। নিজের এক্স হ্য়ান্ডেলে প্রীতমের প্রশংসা করে শাহরুখ লিখলেন, ”দারুণ। এভাবে আমার প্রতি ভালবাসা দেখানোর জন্য ধন্যবাদ। সত্যিই অসাধারণ হয়েছে।”

[আরও পড়ুন: ফের বাবা হলেন গায়ক অনীক ধর, শেয়ার করলেন ফুটফুটে সন্তানের ছবি]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement