অর্ণব আইচ: অজানা অ্যাপ ডাউনলোড করলে জালিয়াতদের হাতে পৌঁছে যেতে পারে কারও ফটো গ্যালারি! তাঁর ব্যক্তিগত ছবিও দেখতে পারে জালিয়াতরা। একইসঙ্গে ভুয়ো অক্সিমিটার অ্যাপ ব্যবহার করলে টাকা পর্যন্ত উধাও হয়ে যেতে পারে! তাই এ নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করল সিআইডি।
ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন কমিশনারেট ও জেলায় একের পর এক অভিযোগ উঠে এসেছে ভুয়ো অক্সিমিটার অ্যাপ নিয়ে। জালিয়াতরা ভুয়ো অক্সিমিটার অ্যাপ ডাউনলোড করায় উসকানি দিচ্ছে। বলা হচ্ছে, এই অ্যাপ ডাউনলোড করার পর মোবাইলের স্ক্রিনের উপর আঙুল রাখলেই সেই ব্যক্তির শরীরে অক্সিজেনের মাত্রা ও অন্যান্য তথ্য কয়েক সেকেন্ডেই জানা যাবে। পুলিশের তরফে জানানো হয়েছে, এই অ্যাপগুলি সম্পূর্ণ ভুয়ো।
[আরও পড়ুন: ৫৫ হাজার টাকার অক্সিজেন যন্ত্র অর্ডার করে মিলল তিন জোড়া জুতো! পুলিশের দ্বারস্থ ক্রেতা]
সতর্কবার্তা দিয়ে সিআইডি (CID) জানিয়েছে, বেশ কিছু অনলাইন পেমেন্ট অ্যাপের ক্ষেত্রে আঙুলের ছাপের প্রয়োজন হয়। ভুয়ো অক্সিমিটার অ্যাপের নাম করে একইরকমভাবে আঙুলের ছাপ নিয়ে নেয় সাইবার জালিয়াতরা। তারপর সেই জাল অক্সিমিটার অ্যাপের মাধ্যমে আসলে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করে নেয় তারা। সেগুলি ব্যবহার করেই ইচ্ছামতো অনলাইন লেনদেন করতে পারে জালিয়াতরা। এমনকী কোনও মেসেজে ওটিপি (OTP) থাকলেও তা সম্পূর্ণ নিরাপদ নয় বলেই দাবি সিআইডি আধিকারিকদের। তাঁদের মতে, বিভিন্ন অ্যাপের লিংক পাঠিয়ে তার মাধ্যমে কারও মোবাইলের ছবির গ্যালারি খুলে ব্যক্তিগত ছবি দেখতে পারে জালিয়াতরা।
এখানেই শেষ নয়, ব্যবহারকারীর অন্যান্য ব্যক্তিগত তথ্যও জালিয়াতরা জেনে নিতে পারে। তার মাধ্যমে ইচ্ছামতো ব্যাংক লেনদেন করতে পারে তারা। সোশ্যাল মিডিয়ায় সিআইডি বিভিন্নভাবে রাজ্যবাসীকে সতর্ক করছে। যে কোনও অ্যাপ ডাউনলোড করার আগে প্রত্যেকে যেন চিন্তাভাবনা করেন, সেই পরামর্শ দিয়েছে সিআইডি। উল্লেখ্য, দেশে নকল স্যানিটাইজার বিক্রির রমরমা নিয়ে ইতিমধ্যেই সিবিআইকে সতর্ক করেছে ইন্টারপোল। এবার অক্সিমিটারের জালিয়াতির কথাও সামনে এল।
[আরও পড়ুন: কোভিড যুদ্ধেও জোটবদ্ধ, রাজ্যে চিকিৎসা কেন্দ্র ও সেফ হোম গড়বে বাম-কংগ্রেস]
The post ভুয়ো অক্সিমিটার অ্যাপ ব্যবহারে উধাও হতে পারে টাকা! রাজ্যবাসীকে সতর্ক করল CID appeared first on Sangbad Pratidin.