শিলাজিৎ সরকার: বাতিল হয়ে গেল ডুরান্ড ডার্বি। মোহন-ইস্ট ম্যাচের (Kolkata Derby) বল গড়াচ্ছে না রবিবার। রবিবাসরীয় ডার্বি হবে কিনা, তা নিয়ে চর্চা হচ্ছিল শুক্রবার থেকেই। শনিবার ডুরান্ড কাপ আয়োজক কমিটির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, বড় ম্যাচ হচ্ছে না রবিবার।
[আরও পড়ুন: বাংলাদেশের অবস্থায় চিন্তিত আইসিসি, মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে পারে আমিরশাহীতে!]
শুক্রবারের ময়দান দেখেছে টিকিট প্রত্যাশীদের ভিড়। যে ভিড় কলকাতা ফুটবলের একান্তই ব্যক্তিগত টিপছাপ। শুক্রবার অফলাইনে টিকিট দেওয়া হয়। দুই প্রধানের তাঁবুর সামনে চোখে পড়ে বিশালাকায় সর্পিল লাইন। ডার্বির উন্মাদনায় ফুটছেন দুদলের সমর্থকরা। দিনের শেষে টিকিট না পেয়ে হাহুতাশও করতে দেখা গিয়েছে কয়েকজন সমর্থককে।
শনিবার ডুরান্ড কমিটি ও রাজ্যের প্রশাসনিক কর্তাদের মধ্যে বৈঠক হয়। বৈঠকের শেষে ডুরান্ড কমিটির তরফে জানিয়ে দেওয়া হয়, পুলিশ জানিয়েছে তাদের পক্ষে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব হচ্ছে না। এই কারণ দেখিয়ে সরকারি ভাবে কমিটির তরফে জানিয়ে দেওয়া হয়, ডুরান্ড ডার্বি হচ্ছে না রবিবার।
তবে এখনও কিছু ব্যাপারে ধোঁয়াশা কাটছে না। ইস্ট-মোহনের ম্যাচ বাতিল হয়ে যাওয়ায় পয়েন্ট কীভাবে দুদলের মধ্যে ভাগাভাগি হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। দুপ্রধানকেই কি এক পয়েন্ট করে দেওয়া হবে, তা এখনও জানানো হয়নি ডুরান্ড কমিটির তরফ থেকে। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো কি কলকাতাতেই হবে? নাকি অন্যত্র তা সরিয়ে নেওয়া হবে? এবিষয়েও ডুরান্ড কমিটির তরফ থেকে সরকারিভাবে কিছুই জানানো হয়নি আপাতত। ফলে ডুরান্ড ডার্বি বাতিল বলে ঘোষিত হলেও রয়ে যাচ্ছে অনেক প্রশ্ন।