সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালে ফের আগুন আতঙ্ক শহরে। পুজোর মুখেই আগুন লাগল শিয়ালদহ স্টেশনে। স্টেশনের ন’নম্বর প্ল্যাটফর্মের উলটো দিকের স্টোর রুম থেকে আচমকাই ধোঁয়া বেরতে দেখা যায়। সেখানেই রয়েছে রিজার্ভেশন কাউন্টার। আগুনের আঁচ পেয়ে ততক্ষণে প্ল্যাটফর্মে উপস্থিত যাত্রীদের মধ্যে ছোটাছুটি শুরু হয়েছে। তড়িঘড়ি দমকলে খবর যায়। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন। আপাতত আগুন নিয়্ন্ত্রণে এসেছে। তবে শর্টসার্কিট নাকি অন্য কোনও কারণে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার বিষয়টি খতিয়ে দেখছেন দমকলের আধিকারিকরা। গোটা ঘটনায় শিয়ালদহ চত্বরে আতঙ্ক ছড়িয়েছে।
উল্লেখ্য, গত এক মাসের মধ্যে একের পর এক আগুনের ঘটনায় আতঙ্কিত শহরবাসী। সামান্য ধোঁয়া বেরোলেই চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে। কয়েক সপ্তাহ আগেই ভয়াবহ আগুন লাগে বড়বাজারের বাগরি মার্কেট। টানা ৮২ ঘণ্টা আগুনে ছ’তলা বাগরি প্রায় ভস্মীভূত। মার্কেটের ব্যবসায়ীরা তাঁদের কোনও দ্রব্যসামগ্রীই বাঁচাতে পারেননি। গোটা ভবনটির কোথাও জল ছিল না। রিজার্ভার পুরো খালি থাকায় প্রাথমিকভাবে আগুনের মোকাবিলা করা সম্ভব হয়নি। রাসায়নিক দ্রব্য থেকে আগুন লাগায় তা নিয়্ন্ত্রণে আনতে দমকলের কর্মীদের বেগ পেতে হয়েছে। সেই বাগরি আতঙ্ক কাটতে না কাটতেই ফের আগুন লাগে শহরে। মেডিক্যাল কলেজ হাসপাতালের ফার্মেসিতে আগুন লেগে পুড়ে যায় জীবনদায়ী ওষুধ। এর জেরে বিপাকে পড়েন মেডিক্যালের চিকিৎসাধীন রোগী ও তাদের পরিবারের লোকজন। একই সঙ্গে যাঁরা নিয়মিত মেডিক্যাল কলেজ হাসপাতালের আউটডোরে চিকিৎসা করাতে আসেন, তাঁদেরও সমস্যার মুখে পড়তে হয়।
[এনএস ডকে চুরি শাহরুখ-সলমন জুটির, ধরল সিআইএসএফ]
বাগরি, মেডিক্যালের ক্ষত যেখানে এখনও শুকোয়নি সেই শহরেই ফের আগুন। চতুর্থীর দিন সকালে শিয়ালদহের মতো ব্যস্ততম রেলস্টেশনে আগুন দেখতে পেয়ে ফের আতঙ্ক ছড়িয়েছে। তবে দমকলের তৎপরতায় আগুন নিয়্ন্ত্রণে এলেও আতঙ্ক তাড়া করে ফিরছে আমজনতাকে।
[‘ট্যাপ হচ্ছে ফোন, হোয়াটস অ্যাপ কলে কথা বলুন’]
The post সাতসকালেই শিয়ালদহ স্টেশনে আগুন আতঙ্ক, হুড়োহুড়ি যাত্রীদের appeared first on Sangbad Pratidin.