shono
Advertisement

Breaking News

দিনেদুপুরে দমদম পার্কে চলল গুলি, গুরুতর জখম এক প্রমোটার

সিসিটিভি ফুটেজের সূত্র ধরে শুরু তদন্ত৷
Posted: 12:47 PM Oct 27, 2018Updated: 12:47 PM Oct 27, 2018
START-WP-ADS-ID: 2 -->
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনের আলোয় শহর কলকাতায় চলল গুলি৷ দমদম পার্ক এলাকায় নির্মীয়মান বহুতলের কাছে গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম এক প্রমোটার৷ ডান হাতে গুলি লাগে তাঁর৷ আপাতত বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভরতি রয়েছেন গুলিবিদ্ধ প্রমোটার৷ লেকটাউন থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ পুলিশ ওই নির্মীয়মান বহুতলের মিস্ত্রি এবং আশেপাশের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করছে৷ 

[শহরে ফের ডেঙ্গুর বলি, হাসপাতালে মৃত্যু ভদ্রেশ্বরের বাসিন্দার]

দমদম পার্কেরই বাসিন্দা শেখর রায় এবং চিত্তজিৎ রায় দুজনেই দীর্ঘদিন ধরে প্রমোটারির সঙ্গে যুক্ত৷ শনিবার সকালে তাঁর নির্মীয়মান বহুতল দেখতে আসেন বেশ কয়েকজন৷ সেই সময় বহুতলের নিচে দাঁড়িয়ে শেখর এবং চিত্তজিৎ কথা বলছিলেন৷ বহুতলে কাজ করছিলেন মিস্ত্রিরা৷ অভিযোগ, সেই সময় দুজন যুবক বাইকে করে বহুতলের সামনে আসে৷ দুজনের মুখ কালো কাপড় দিয়ে বাঁধা ছিল৷ শেখরকে লক্ষ্য করে গুলি চালায় দুজনে৷ এরপর ঘটনাস্থল থেকে চম্পট দেয় তারা৷ ডান হাতে গুলি লাগে শেখরের৷ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন শেখর৷ গুলির শব্দে ঘটনাস্থলে জড়ো হয়ে যান প্রতিবেশীরা৷ গুরুতর জখম অবস্থায় স্থানীয়রাই উদ্ধার করেন তাঁকে৷ তড়িঘড়ি বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় শেখরকে৷ সেখানেই আপাতত চিকিৎসা চলছে তাঁর৷

[নাগেরবাজারে অগ্নিকাণ্ডে ভস্মীভূত ১০টি ঝুপড়ি]

দিনেদুপুরে গুলি চলার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় লেকটাউন থানার পুলিশ৷ এরপর ঘটনাস্থলে যান বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসিডিডি৷ নির্মীয়মান বহুতলটি পরিদর্শন করেন তাঁরা৷ ঘটনাস্থল চিহ্নিত করে সেই জায়গাটিও ঘিরে দেওয়া হয়েছে৷ বহুতল নির্মাণের দায়িত্বে থাকা মিস্ত্রি, প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা৷ প্রমোটারি বিবাদের জেরে খুনের চেষ্টা নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ৷ এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ৷ কালো কাপড় দিয়ে মুখ ঢাকা থাকায় গুলি করতে আসা যুবকদের চিনতে পারেননি কেউই৷ তাই সিসিটিভি ফুটেজের মাধ্যমে বাইকের নম্বর জোগাড় করার চেষ্টা করছে লেকটাউন থানার পুলিশ৷ 
Advertisement
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement