shono
Advertisement

চেন্নাইকে হারিয়েও বিপাকে নাইটরা, শাস্তির মুখে কেকেআরের গোটা টিম

মাঠের মধ্যেই আম্পায়ারের সঙ্গে নীতীশ রানার বচসার ভিডিও ভাইরাল হয়েছে।
Posted: 02:22 PM May 15, 2023Updated: 02:22 PM May 15, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) দুর্গ চিপকে গিয়ে ম্যাচ জিতেছে কেকেআর (Kolkata Knight Riders)। একেবারে খাদের কিনারায় দাঁড়িয়ে থেকেও প্লে অফে খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে নাইটরা। তবে রবিবারের ম্যাচে জিতেও শাস্তি পেল গোটা কেকেআর টিম। দুই ম্যাচে একই ভুল করার খেসারত দিতে হল নীতীশ রানার (Nitish Rana) দলকে। তবে ভুল করেও আম্পায়ারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন নাইট অধিনায়ক। ভাইরাল হয়েছে তাঁর তর্কাতর্কির ভিডিও।

Advertisement

আইপিএলের নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে ওভার শেষ করতে হবে। তা না হলে শাস্তি পাবে বোলিং দল। অধিনায়ককে গুণতে হবে মোটা অঙ্কের জরিমানা। সেই সঙ্গে সার্কেলের বাইরে চারজনের বেশি ফিল্ডারও রাখা যাবে না। চলতি টুর্নামেন্টে আগেও পাঞ্জাব কিংসের বিরুদ্ধে স্লো ওভার রেটের কারণে শাস্তি পেয়েছিলেন নীতীশ রানা।

[আরও পড়ুন: ‘আরও ৩০০ মাদ্রাসা বন্ধ করে দেব’, তেলেঙ্গানায় ওয়েইসিকে হুঁশিয়ারি হিমন্তের]

রবিবার চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচেও ফের স্লো ওভার রেটের সমস্যা হয় কেকেআর বোলিংয়ের সময়ে। ১৯তম ওভারের শুরুতে বল করতে আসেন বৈভব আরোরা। সেই সময়েই আম্পায়াররা জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে বোলিং শেষ করতে পারেনি কেকেআর। এহেন সিদ্ধান্ত শুনে মাঠের মধ্যেই মেজাজ হারান নাইট অধিনায়ক। আম্পায়ারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়।

ম্যাচের পরেই আইপিএল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, স্লো ওভার রেটের কারণে শুধু রানা নয়, জরিমানার মুখে পড়েছে গোটা টিম। বিবৃতিতে বলা হয়েছে, “চলতি মরশুমে এই নিয়ে দ্বিতীয়বার স্লো ওভার রেটে বল করেছে কেকেআর। তাই অধিনায়ক নীতীশ রানাকে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে প্রথম একাদশে থাকা, ইমপ্যাক্ট প্লেয়ার সকলকেই জরিমানা দিতে হবে। ৬ লক্ষ টাকা বা ম্যাচ ফি’র ২৫ শতাংশ- দুটোর মধ্যে যেটা কম সেটাই দিতে হবে খেলোয়াড়দের।

[আরও পড়ুন: ‘বেশি বাড়াবাড়ি করলে কাপড় খুলে দেব’, কুড়মিদের হুঁশিয়ারি দিলীপ ঘোষের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement