সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কম সময়ে গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে সাধারণ মানুষের একমাত্র ভরসা মেট্রো৷ কিন্তু রবিবার সাতসকালে কোনও জায়গায় যাওয়ার জন্য মেট্রো পাওয়া যায় না৷ তার জেরে বিপাকে পড়তে হয় আমজনতাকে৷ এই সমস্যা থেকে নিত্যযাত্রীদের মুক্তি দিতে নয়া ভাবনা মেট্রো রেল কর্তৃপক্ষের৷ ১ জুলাই থেকে বদলে যেতে চলেছে মেট্রো রেলের পরিষেবা।
[ আরও পড়ুন: দিলীপ ঘোষ সংসদে, বিধানসভায় নতুন দলনেতা নির্বাচন করল বিজেপি]
বর্তমানে রবিবার প্রথম মেট্রো পাওয়া যায় সকাল ৯টা ৫০ মিনিটে৷ কিন্তু মেট্রো রেল সূত্রে খবর, আগামী ১ জুলাই থেকে রবিবার সকালে প্রথম ট্রেন চলবে সকাল ৯টা থেকে। এছাড়া রবিবার বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা। আগামী মাসের শুরু থেকে আপ ও ডাউনে ৬২টি করে মোট মেট্রো রেক চলবে ১২৪টি। বর্তমানে ৫৫টি করে আপ এবং ডাউন লাইনে মোট ১১০টি মেট্রো রেল চলে। রবিবারের পাশাপাশি শনিবারও মেট্রো রেলের সংখ্যা বাড়ানো হচ্ছে৷ বর্তমানে আপ ও ডাউনে ১১২টি করে মোট ২২৪টি মেট্রো চলে৷ তবে ১ জুলাই থেকে সংখ্যা বেড়ে দাঁড়াবে ২৩৬টি৷ আপ ও ডাউনে চলবে ১১৮ টি করে মেট্রো।
[ আরও পড়ুন: মেট্রোয় ফের আত্মহত্যার চেষ্টা, সকালের ব্যস্ত সময়ে ব্যাহত পরিষেবা]
মেট্রো রেল সূত্রে খবর, যত দিন যাচ্ছে মেট্রোয় যাত্রীদের সংখ্যাও ক্রমশ বাড়ছে৷ সেক্ষেত্রে দুটি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান বেশি থাকলে সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের৷ ভিড়ে ঠাসা মেট্রোয় বাড়ছে ওঠানামার ক্ষেত্রে দুর্ঘটনার সম্ভাবনা৷ তাই সেই সমস্যা দূর করতে সপ্তাহের আর পাঁচটি কর্মব্যস্ত দিনেও বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা৷ সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত এতদিন মাত্র দুটি করে মেট্রো চলত৷ তবে আগামী মাস থেকে সেই সংখ্যাটি বেড়ে দাঁড়াবে ৩টি৷ মেট্রো রেলের সংখ্যা বাড়ার ফলে আমজনতার ভোগান্তি কিছুটা কমবে বলেই আশাবাদী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ৷ রবিবার কিছুটা আগে মেট্রো চলাচলের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন যাত্রীরাও৷
The post ১ জুলাই থেকে পালটাচ্ছে মেট্রোর সময়সূচি, নয়া ভাবনা কর্তৃপক্ষের appeared first on Sangbad Pratidin.