shono
Advertisement

পুজোয় মাঝরাত পর্যন্ত মেট্রো, ভিড় সামলাতে সেপ্টেম্বরের শনি-রবিবার বাড়তি পরিষেবা

ইস্ট-ওয়েস্ট মেট্রোয় সেপ্টেম্বরে অতিরিক্ত ট্রেন চালানো পরিকল্পনা নেই।
Posted: 07:13 PM Aug 31, 2022Updated: 07:39 PM Aug 31, 2022

নব্যেন্দু হাজরা: খাতায় কলমে দুর্গাপুজো (Durga Puja 2022) আসতে বাকি এখনও ৩১ দিন বাকি। করোনা কালের বিধিনিষেধ কাটিয়ে দু’বছর পর এবার স্বমহিমায় পালিত হবে দুর্গোৎসব। স্বাভাবিকভাবেই ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কেনাকাটি করতে দোকান বাজারে ভিড় জমাচ্ছে আমজনতা। শনি এবং রবিবার সেই ভিড় আরও বাড়ছে। সপ্তাহন্তের সেই ভিড় সামাল দিতে এবার অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ। তবে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় আপাতত অতিরিক্ত ট্রেন চালানো পরিকল্পনা নেই।

Advertisement

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি সপ্তাহের শনিবার অর্থাৎ ৩ সেপ্টেম্বর থেকে চালু হবে এই পরিষেবা। মিলবে মহালয়া অর্থাৎ ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। সাধারণত শনিবার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ২৩৪টি মেট্রো চলে। এবার আপ-ডাউনে চলবে ২৮২টি মেট্রো। রবিবার চলত ১৩০ টি মেট্রো। এবার চলবে ১৬২টি মেট্রো। দু’টি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান কমবে। ফলে সপ্তাহন্তে মেট্রোয় ভিড় কিছুটা কমবে। পাশাপাশি সুবিধা হবে যাত্রীদের। তবে মেট্রো পরিষেবা শুরু এবং শেষের সময়ে কোনও পরিবর্তন আপাতত হচ্ছে না।

এদিকে পুজোর সময় ষষ্ঠী, সপ্তমী এবং অষ্টমীতে বেলা বারোটায় চালু হবে মেট্রো পরিষেবা। মিলবে রাত ১২টা পর্যন্ত। দশমীর দিন বেলা ১২টায় পরিষেবা চালু হলেও মিলবে রাত ৮টা পর্যন্ত। ইস্ট-ওয়েস্ট মেট্রোতেও একই সময় মিলবে মেট্রো।

[আরও পড়ুন: ‘আমার সম্পত্তিতে বেনিয়ম থাকলে বুলডোজার দিয়ে ভেঙে ফেলুন’, আধিকারিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর]

গত দু’বছর করোনা কাঁটায় দুর্গাপুজো রঙ হারিয়েছিল। লকডাউনের জেরে কাজ হারিয়েছিলেন বহু মানুষ। ফলে কেনাকাটার বাজারও তেমন জমেনি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই দুঃসময় অনেকটাই কাটিয়ে এসেছে কলকাতা। পুরনো ছন্দে ফিরেছে শহরবাসী। তাই এবার পুজোর একমাস আগে থেকেই সাজছে শহর।

দুর্গাপুজোকে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কোও। সেই স্বীকৃতিকে উদযাপন করতে এবার একমাস আগে থেকে কলকাতায় দুর্গাৎসবের সেলিব্রশন শুরু হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার শহরে বিশাল মিছিলের আয়োজন করেছেন মুখ্যমন্ত্রী। পুজোর আমেজে সাধারণ মানুষেরও যাতে অসুবিধা না হয় তাই শনি এবং রবিবার অতিরিক্ত মেট্রো চালানোর ব্য়বস্থা করল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। 

[আরও পড়ুন: অসুস্থতার যুক্তি খারিজ, ফের ১৪ দিনের জেল হেফাজতে পার্থ-অর্পিতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement