shono
Advertisement

অযোধ্যার সঙ্গে জুড়ে গেল কলকাতা, উপহারের সোনা-রুপো আসবে টাঁকশালে

টাঁকশালের প্রতিনিধিরা উপস্থিত হয়ে গিয়েছেন অযোধ্যায়।
Posted: 05:28 PM Jan 19, 2024Updated: 05:29 PM Jan 19, 2024

বুদ্ধদেব সেনগুপ্ত, অযোধ্যা: আর বাকি সামান্য সময়। অযোধ্যার (Ayodhya) রামমন্দিরে (Ram Mandir) প্রাণপ্রতিষ্ঠা হবে রামলালার। সেই উপলক্ষেই সারা দেশের পুণ্যার্থীরা জড়ো হবেন মন্দির প্রাঙ্গনে। দান করবেন মূল্যবান সোনা-রুপো ও অন্যান্য দামি ধাতু। সেই সব দামি ধাতু সংরক্ষণে অযোধ্যার সঙ্গে জুড়ে গেল কলকাতা! ইতিমধ্যেই সেখানে উপস্থিত কলকাতার টাঁকশালের দুই প্রতিনিধি।

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটালের সঙ্গে কথা বলার সময় হিসাবরক্ষক সুজয় বড়ুয়া জানালেন, ”আমরা এখানে এসেছি কালেকশনে। এখানে যে দামি ধাতু জমা পড়বে অর্থাৎ সোনা-রুপো বা প্ল্যাটিনাম সব আমরা কলকাতা নিয়ে যাব। সেখানে ভারত সরকারের তত্ত্বাবধানে চলবে কাজ।” কীভাবে তা তাঁদের হাতে তুলে দেওয়া হবে, পরবর্তী পদক্ষেপ কী হবে সবই পরে ঠিক হবে বলে জানাচ্ছেন সুজয়বাবু। তাঁরা ছাড়াও দিল্লিতে সদর দপ্তর থেকে এসেছেন আধিকারিকরা। আগামী পনেরো দিন তাঁদের এখানে থাকার কথা।

[আরও পড়ুন: ২৫ জানুয়ারি দেশজুড়ে পালিত হবে জাতীয় ভোটার দিবস, জানেন দিনটির গুরুত্ব?]

জানা গিয়েছে, সমস্ত ধাতু গলিয়ে বাঁট তৈরি করা হবে। তার পর তা তুলে দেওয়া হবে রিজার্ভ ব্যাঙ্কের হাতে। পরে কেন্দ্রীয় ব্যাঙ্ক, মোদি সরকার ও রাম মন্দির ট্রাস্টের সদস্যদের মধ্যে বৈঠক হবে। এর পর সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তী পদক্ষেপের বিষয়ে।

এদিকে ২২ জানুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই রামমন্দিরে বসানো হয়েছে সোনার দরজা। ট্রাস্ট সূত্রে জানা গিয়েছে, উদ্বোধনের আগভাগে মোট ১৩টি সোনার দরজা বসানো হবে। মন্দির নির্মাণ সম্পূর্ণ হতে হতে মোট ৪৬টি দরজার মধ্যে ৪২টিতে পড়বে সোনার প্রলেপ। দরজগুলির সৌন্দর্যও মুগ্ধ করবে ভক্ত পর্যটকদের, দাবি ট্রাস্টের। ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। রাজনীতিবিদদের পাশাপাশি উপস্থিত থাকবেন বিভিন্ন ক্ষেত্রের পরিচিত ব্যক্তিত্বরা।

[আরও পড়ুন: বিচারপতি মামলা: সংশোধিত নয়, অভিষেককে নতুন করে আবেদনের নির্দেশ সুপ্রিম কোর্টের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement