সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইসল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি মিস করে গোটা ফুটবলবিশ্বের খোরাক হয়েছিলেন মেসি৷ তখন মেসির পেনাল্টি মিসকে সচেতনার কাজে ব্যবহার করেছিল কলকাতা পুলিশ৷ সচেতনতামূলক একটি ফেসবুক পোস্টে মেসির পেনাল্টি মিসের সেই মূহুর্তের ছবি ব্যবহার করেছিল লালবাজার৷ তাতে অবশ্য বিস্তর আপত্তি জানিয়েছিলেন মেসি ভক্তদের একাংশ৷
[‘নেইমার নন, ব্রাজিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলার কুটিনহো’]
কিন্তু মেসি ভক্তদের আপত্তিতে থেমে যায়নি কলকাতা পুলিশ৷ ইরানের বিরুদ্ধে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পেনাল্টি মিস করার পর একই রকম পোস্ট দেখা গিয়েছিল তাদের পেজে৷ সেদিনও প্রচুর আপত্তি জানিয়েছিলেন রোনাল্ডো ভক্তরা৷ সেসব আপত্তির ধার ধারেনি লালবাজার৷ অব্যাহত তাদের মিম তৈরির ধারা৷ এবারে যে পোস্টটি কলকাতা পুলিশ করেছে তাতে অবশ্য আপত্তির কোনও কারণ থাকতে পারে না মেসি ভক্তদের ৷ কারণ এখানে তাদের স্বপ্নের নায়ককে দেখানো হয়েছে নায়কের ভূমিকায়৷
[জানেন, দ্বিতীয়ার্ধে মাঠে নামার আগে সতীর্থদের কী পেপটক দিয়েছিলেন মেসি?]
লালবাজারের তরফে একটি ফেসবুক পোস্টে আজ ব্যবহার করা হয়েছে নাইজেরিয়ার বিরুদ্ধে মেসির গোলের ঠিক আগের মূহুর্তের ছবি৷ স্পিড লিমিটি মেনে চলার বিজ্ঞাপন হিসেবে ব্যবহার করা হয়েছে মেসির সেই মূহুর্তকে৷ ক্যাপশনে লেখা স্পিড লিমিট মানতে হয়, সবাই তো আর মেসি নয়৷
[জানেন, দ্বিতীয়ার্ধে মাঠে নামার আগে সতীর্থদের কী পেপটক দিয়েছিলেন মেসি?]
আজ সকালেই আন্দ্রে এসকোবারকে নিয়ে একটি ফেসবুক পোস্ট করে যথেষ্ট সমালোচিত হতে হয়েছে কলকাতা পুলিশকে৷ তবে, মেসিকে নিয়ে এই পোস্টের পর অবশ্য প্রসংশায় কুড়োচ্ছেন লালবাজারের আধিকারিকরা৷ সেফ ড্রাইভ-সেভ লাইফের প্রচারে অভিনবত্ব আনতে এর আগেও একাধিক উদ্যোগ নিতে দেখা গিয়েছে কলকাতা পুলিশকে৷ ফুটবল মরশুমে ফুটবলারদের খেলার মাঠের সাফল্য-ব্যর্থতাকে ব্যবহার করে প্রচার চালানোটাও অভিনবত্বের পরিচয়৷ তবে, সব ফুটবলপ্রেমী কলকাতা পুলিশের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন, তা বলা যাবে না৷ সমালোচনাও করছেন অনেকে৷
[শহরের ভিতরেই ছোট্ট রিও, বিশ্বকাপ জ্বরে কাঁপছে উত্তরের গরানহাটা]
The post ‘স্পিড লিমিট মানতে হয়’, কলকাতা পুলিশের প্রচারে ভিলেন থেকে হিরো মেসি appeared first on Sangbad Pratidin.