shono
Advertisement
Moulali Fire

ছুটির দুপুরের দাউদাউ জ্বলে উঠল মৌলালির বহুতল! অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক আতঙ্ক

আনন্দ পালিত রোডের ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন।
Published By: Sucheta SenguptaPosted: 04:56 PM Dec 21, 2025Updated: 06:35 PM Dec 21, 2025

অর্ণব আইচ: ছুটির দুপুরে শহরে আগুন আতঙ্ক। দাউদাউ জ্বলে উঠল মৌলালির (Moulali Fire) জনবহুল এলাকার এক বহুতল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫ টি ইঞ্জিন। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ব্যাপক। কীভাবে আগুন লাগল, তা এখনও অজ্ঞাত। ছুটির দিন থাকায় প্রাণহানি এড়ানো গিয়েছে বলে জানাচ্ছেন দমকল কর্মীরা।

Advertisement

মৌলালির আনন্দ পালিত রোডে বেশ কিছু বহুতল রয়েছে। এখানে মূলত অফিস রয়েছে। তেমনই একটি বহুতল থেকে রবিবার দুপুরে দাউদাউ করে আগুন জ্বলতে দেখেন পথচারীরা। সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় দমকলে। নিমেষে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একে একে দমকলের ৫ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। আগুনের উৎস সম্পর্কে খোঁজ নিয়ে গিয়ে দেখা যায়, ওই বহুতলের চারতলার একটি ঘর থেকে অগ্নিশিখা ছড়িয়েছে। বেশ কিছুক্ষণের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কীভাবে আগুন লাগল, তা এখনও বলতে পারেনি দমকল বিভাগ। এনিয়ে তদন্ত শুরু হয়েছে।

ছুটির দিন হওয়ায় বহুতলে কেউ তেমন ছিলেন না। সেই কারণে প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানাচ্ছে দমকল বাহিনী। ক্ষয়ক্ষতি কতটা হয়েছে, তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে তার চেয়ে বেশি আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বহুতলের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। তবে কি অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল না এই বহুতলের? তাই আজকের অগ্নিকাণ্ড। দমকল সূত্রে খবর, আগুন কীভাবে লেগেছে, তা জানতে পারলে তবেই অগ্নিনির্বাপণ ব্যবস্থা সম্পর্কে কিছু বলা সম্ভব। তদন্তের স্বার্থে এই বিষয়টি খতিয়ে দেখা হবে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ছুটির দুপুরে মৌলালির আনন্দ পালিত রোডের বহুতলে দাউদাউ আগুন।
  • অগ্নিকাণ্ড ঘিরে ব্যাপক আতঙ্ক, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন।
Advertisement