shono
Advertisement

Breaking News

আর অপরিচ্ছন্ন-ভাঙাচোরা নয়, ‘টু স্টার’ শৌচালয় এবার কলকাতার রাস্তায়

পে অ্যান্ড ইউজ' শৌচাগারে থাকবে র‍্যাম্পও।
Posted: 03:29 PM Oct 11, 2023Updated: 03:35 PM Oct 11, 2023

অভিরূপ দাস: আর ভাঙাচোরা, অপরিচ্ছন্ন নয়। বিলাসবহুল হোটেলের মতো শৌচাগার এবার শহর কলকাতার (Kolkata) রাস্তায়। পুজোর আগেই শহরবাসীকে উপহার দিতে চলেছে কলকাতা পুরসভা। নতুন করে সেজে উঠছে শহরের ‘পে অ্যান্ড ইউজ’ টয়লেটগুলি। বুধবার সেই শৌচাগারগুলি পরিদর্শন করলেন মেয়র পারিষদ স্বপন সমাদ্দার। এই প্রথম ‘পে অ্যান্ড ইউজ’ শৌচাগারে থাকবে র‍্যাম্প। বিশেষভাবে সক্ষমরাও শৌচাগারে উঠতে পারবেন হুইল চেয়ারে। এই ব্যবস্থা এর আগে ছিল না।

Advertisement

কলকাতা শহরজুড়ে ৩৮০ টি ‘পে অ্যান্ড ইউজ’ শৌচাগার (Pay and Use Toilets) । তার মধ্যে ৮০ টি শৌচাগার নতুন করে তৈরি করল কলকাতা পুরসভা। শৌচাগারগুলি দেখলে চোখ কপালে উঠতে বাধ্য। ঝাঁ চকচকে শৌচাগারগুলি বানাতে খরচ হয়েছে ৫ লক্ষ টাকা। সেগুলির উদ্বোধন হবে মহালয়ার দিন। এদিন মেয়র পারিষদ স্বপন সমাদ্দার প্রতিটি শৌচাগার পরিদর্শনে করেন।

[আরও পড়ুন: পদ্ম নয়, ১০৮টি অপরাজিতায় সন্ধিপুজো হয় উত্তর কলকাতার এই বনেদি বাড়িতে]

টু স্টার হোটেলের মতো হওয়া শৌচাগারগুলি কি এমনই ঝাঁ চকচকে থাকবে? নাকি দিন কয়েক বাদেই আবার আস্তাকুড়ে পরিণত হবে শৌচাগারগুলি? অব্য়বস্থা রুখতে ক়ড়া ব্যবস্থা নিয়েছে পুরসভা। টেন্ডারের মাধ্যমে বেছে নেওয়া হয়েছে সংস্থাকে, যাঁরা এই শৌচাগার রক্ষণাবেক্ষণ করবেন। চুক্তি এমন হয়েছে যে ঠিকমতো বাথরুম রক্ষণাবেক্ষণ না করলেই সরিয়ে ফেলা হবে সংস্থাকে।

 

[আরও পড়ুন: বঙ্গ বিজেপির কোন্দল ঠেকাতে মরিয়া শীর্ষ নেতারা, পুজোর পরই কর্মসমিতির বৈঠক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement