shono
Advertisement

OMG! অন্তঃসত্ত্বা মহিলার খাবারে মরা টিকটিকি, অভিযুক্ত ম্যাকডোনাল্ডস

মঙ্গলবার মেয়েকে নিয়ে ইএম বাইপাসের ম্যাকডোনাল্ডসের রেস্তরাঁতে খেতে গিয়েছিলেন প্রিয়াঙ্কা।
Posted: 02:57 PM Mar 03, 2017Updated: 10:36 AM Mar 03, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চার বছরের মেয়েকে নিয়ে খেতে গিয়েছিলেন ম্যাকডোনাল্ডসে। কিন্তু সেখানকার খাবারের মধ্যেই মরা টিকটিকি পেলেন প্রিয়াঙ্কা মৈত্র। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ইএম বাইপাসে অবস্থিত ম্যাকডোনাল্ডসের রেস্তরাঁয়। খাস কলকাতার বুকে নামী সংস্থার খাবারে টিকটিকি পাওয়ার কথা শুনে হতবাক অনেকেই। ঘটনার পরেই সাময়িকভাবে অসুস্থও হয়ে পড়েছিলেন ছ’মাসের অন্তঃসত্ত্বা প্রিয়াঙ্কা। এমনকী ম্যানেজারকেও ঘটনার কথা জানান। পরে ফুলবাগান থানায় দায়ের করেন অভিযোগ।

Advertisement

ঠিক কী হয়েছিল সেদিন? প্রিয়াঙ্কা জানান, তিনদিন আগে মেয়ের জন্মদিনে তাকে নিয়ে ম্যাকডোনাল্ডসে খেতে যান। অর্ডার করেন বার্গার এবং ফ্রেঞ্চ ফ্রাই। কিন্তু খাবার খেতে খেতেই তিনি দেখতে পান তার মধ্যে একটি মরা টিকটিকি রয়েছে। এরপরেই অসুস্থও হয়ে পড়েন তিনি। পরে হোটেলের ম্যানেজারকে পুরো ব্যাপারটি জানান। এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, ‘আমি ম্যানেজারকে পুরো ব্যাপারটি জানিয়েছিলাম। কিন্তু তিনি নিরুত্তাপ ছিলেন। কেবল ‘দুঃখিত’ বলে বিষয়টি চাপা দিয়ে দেন।’ এরপরেই টিকটিকি থাকা খাবারের ছবি তুলে পুলিশে অভিযোগ জানিয়েছিলেন তিনি। প্রিয়াঙ্কা আরও বলেন, ‘আমি ছ’মাসের অন্তঃসত্ত্বা। যদি আমি বা আমার সন্তান ওই মরা টিকটিকি যুক্ত খাবার খেয়ে ফেলতাম তাহলে কী হত? এর জন্য ম্যাকডোনাল্ডস কর্তৃপক্ষের অবহেলার জন্যই এই ঘটনাটি ঘটেছে। তাই আমি পুলিশে অভিযোগ দায়ের করেছি।’

এদিকে প্রিয়াঙ্কার স্বামী সঞ্জয় মৈত্র বলেন, ‘ঘটনার কথা শুনেই আমি নিজের পরিবারের স্বাস্থ্য নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ি। আমার স্ত্রী অন্তঃসত্ত্বা। ম্যাকডোনাল্ডস কীভাবে এত দায়িত্বজ্ঞানহীন হল? আমি ওদের দিল্লি এবং কলকাতার অফিসেও যোগাযোগ করেছি। কিন্তু ওরা কোনও ব্যবস্থা নেয়নি। এমনকী ক্ষমাও চায়নি। শুধু ওই খাবারগুলি পরীক্ষার জন্য পাঠাতে বলেছে।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement