shono
Advertisement
special trains

পর্যটকদের জন্য সুখবর, গরমের ছুটিতে দিঘা-পুরী-দার্জিলিং যাওয়ার বাড়তি ট্রেন

কোন কোন রুটে অতিরিক্ত ট্রেন চলবে?
Published By: Paramita PaulPosted: 06:08 PM Apr 30, 2025Updated: 06:16 PM Apr 30, 2025

সুব্রত বিশ্বাস: গরমের ছুটিতে বেড়াতে যাবেন কিন্তু ট্রেনে টিকিট নেই! সেই সমস্যা মেটাতে এবার গরমের ছুটিতে শিয়ালদহ-হাওড়া থেকে ১৯ জোড়া ট্রেন চালাবে পূর্ব রেল। গন্তব্য দিঘা-পুরী-নিউ জলপাইগুড়ি-মুম্বইয়ের মতো গুরুত্বপূর্ণ শহর। কোন কোন রুটে অতিরিক্ত ট্রেন চলবে?

Advertisement

পূর্ব রেল সূত্রে খবর, আসানসোল থেকে মহারাষ্ট্রের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, হাওড়া থেকে বিহারের রক্সৌল, হাওড়া থেকে নয়াদিল্লির আনন্দ বিহার, কলকাতা থেকে বিহারের পাটনা, শিয়ালদহ থেকে উত্তরপ্রদেশের গোরক্ষপুর, হাওড়া থেকে রাজস্থানের খাতিপুরা, শিয়ালদহ থেকে অসমের জাগিরোড, কলকাতা থেকে ওড়িশার পুরী, মালদহ টাউন থেকে নয়াদিল্লির আনন্দ বিহার, মালদহ টাউন থেকে দিল্লি, মালদহ টাউন থেকে গুজরাটের উধনা, কলকাতা থেকে উত্তরপ্রদেশের কানপুর সেন্ট্রাল, হাওড়া থেকে বিহারের পাটনা, কলকাতা থেকে অসমের ডিব্রুগড়, কলকাতা থেকে অসমের শিলচর, মালদহ টাউন থেকে কর্নাটকের এসএমভিবি বেঙ্গালুরুর জন্য ট্রেন ছাড়বে। যারা উত্তরবঙ্গে বেড়াতে যেতে চান তাঁদের জন্য রয়েছে নিউ জলপাইগুড়ি পর্যন্ত রয়েছে বিশেষ ট্রেন। আর উত্তর থেকে দিঘায় আসার জন্য মালদহ টাউন থেকে বিশেষ ট্রেন ছাড়বে। বিশেষ ট্রেন রয়েছে কলকাতা থেকে পুরীর জন্য।

১৯ জোড়া নতুন ট্রেন চালুর ফলে ২ লক্ষ ৭ হাজার ৬০০টি বার্থ এবং ৪৬ হাজার নতুন আসন তৈরি হবে। ফলে গরমের ছুটি যারা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন তাঁরা সহজেই পৌঁছে যেতে পারবেন গন্তব্যে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গরমের ছুটিতে বেড়াতে যাবেন কিন্তু ট্রেনে টিকিট নেই!
  • সেই সমস্যা মেটাতে এবার গরমের ছুটিতে শিয়ালদহ-হাওড়া থেকে ১৯ জোড়া ট্রেন চালাবে পূর্ব রেল।
  • গন্তব্য দিঘা-পুরী-নিউ জলপাইগুড়ি-মুম্বইয়ের মতো গুরুত্বপূর্ণ শহর।
Advertisement