বেহালার গায়িকা খুনে প্রকাশ্যে চাঞ্চল্য কর তথ্য। ধৃতের দাবি লুটপাট নয়, বরং পাওনা টাকা চাইতে গিয়েছিল সে। তখনই গৃহকর্ত্রীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। মুহূর্তে তা চরম আকার নেয়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে বৃদ্ধাকে এলোপাথাড়ি কোপায় অভিযুক্ত।
ধৃতের দাবি লুটপাট নয়, বরং পাওনা টাকা চাইতে গিয়েছিল সে।
ঘটনার সূত্রপাত সোমবার সকালে। এদিন হঠাৎ বেহালার পর্ণশ্রী থানা এলাকার বেচারাম চ্যাটার্জী স্ট্রিটের বাসিন্দা অনিতা ঘোষের (৬৪) আর্তনাদ শুনতে পান স্থানীয়রা। স্বাভাবিকভাবেই তাঁরা ছুটে যান। দরজায় ধাক্কা দিতে আঁতকে ওঠার মতো দৃশ্য। প্রতিবেশীরা দেখেন, ছুরি হাতে দাঁড়িয়ে আয়া। কী হয়েছে জিজ্ঞাসা করলে তাঁর কাছে কোনও সদুত্তর মেলেনি। এরপরই তাঁরা দেখেন ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে বৃদ্ধা। তড়িঘড়ি বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে দেহ ময়নাতদন্তে পাঠায় পুলিশ। এরপর আটক করা হয় অভিযুক্ত আয়াকে।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান ছিল, লুটপাটে বাধা পেয়েই বৃদ্ধাকে খুন করেছে সঞ্জু সরকার নামে ওই আয়া। কিন্তু টানা জেরার উঠে এসেছে অন্য তথ্য। ধৃতের দাবি, বছর দেড়েক আগে অনিতাদেবীর বাড়িতে কিছুদিন কাজ করেছিল সে। কিন্তু টাকা বকেয়া ছিল। সোমবার সেই টাকা চাইতেই সে ফ্ল্যাটে যায়। কিন্তু বকেয়া মেটাতে রাজি হননি বৃদ্ধা। তখনই অনিতাদেবীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে সঞ্জু। এরপরই বৃদ্ধাকে কোপায় অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, কোপানোর পর বৃদ্ধা অচৈতন্য হয়ে পড়লে তাঁর পরে থাকা গয়না খুলে নেয় ধৃত। আলমারি থেকে হাতায় নগদও। তবে সেই সময়ই ঢুকে পড়ে প্রতিবেশীরা।
