সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একে তো জোর করে গুজরাটের গয়নার কারখানায় কাজ। তার উপর আবার অত্যাচার। নির্মম অত্যাচারে গুরুতর জখম নাবালক। X হ্যান্ডেলে ছবি শেয়ার করে মোদিকে নিশানা তৃণমূলের।
বুধবার তৃণমূলের অফিসিয়াল X হ্যান্ডেল থেকে দু'টি ছবি শেয়ার করা হয়। নির্মম ওই ঘটনার বর্ণনা করা হয়। বাংলার শাসক শিবিরের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডবল ইঞ্জিন রাজ্য গুজরাটে শুধুমাত্র শিশু শ্রমিকের মতো অবিচারই নয়, অমানবিক আচরণ করা হয়েছে। কালনার নাবালক গণেশ দুর্লভকে জোর করে গুজরাটের গয়নার কারখানায় কাজ করা হয়। সেখানে নৃশংসভাবে অত্যাচারও করা হয়। তার ফলে একাধিক চোটাঘাত লেগেছে তার। আপাতত আতঙ্কে দিন কাটাচ্ছে নাবালক। বাংলাবাসীর উপর ঘৃণ্য অত্যাচারে বিজেপির বিরুদ্ধে জোরাল সমালোচনা করছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ওই নাবালকের সুস্থতা এবং নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
উল্লেখ্য, গত কয়েকমাস ধরেই বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর বিভিন্ন রাজ্যে অত্যাচারিত হওয়ার অভিযোগ উঠছে। কখনও মারধর, কখনও তাঁদের উপর হামলা, লুটপাট, উপার্জন কেড়ে নেওয়া, কখনও আবার পরিচয়পত্র ছিনিয়ে নেওয়ার মতো অভিযোগ শোনা গিয়েছে। এনিয়ে অভিযোগ জানালে স্থানীয় পুলিশের সাহায্য পাওয়া যাচ্ছে না বলেও তাঁরা অভিযোগ করেছেন। এসব খবর কানে পৌঁছতেই অবশ্য রাজ্যের তরফে পরিযায়ী শ্রমিকদের জন্য গঠিত কমিটির তরফে দায়িত্বপ্রাপ্ত, রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম তড়িঘড়ি তাঁদের পাশে দাঁড়িয়েছেন। রাজ্যে নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছেন। বিষয়টি যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছে তৃণমূল নেতৃত্ব। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে ইতিমধ্যে অমিত শাহকে চিঠি পাঠিয়ে কেন্দ্রের উপর চাপ তৈরি করেছেন দুই সাংসদ – ইউসুফ পাঠান ও সামিরুল ইসলাম। ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের অভিযোগে বারবার সুর চড়িয়েছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আর এবার ভিনরাজ্যে নাবালকের উপর অত্যাচারের ঘটনায় গর্জে উঠল শাসক শিবির।