shono
Advertisement
RG Kar

এবার আর জি করে আত্মহত্যার চেষ্টা নার্সিং ছাত্রীর! কারণ ঘিরে ধোঁয়াশা

প্রাথমিকভাবে জানা গিয়েছে, রুমমেটের সঙ্গে অশান্তির জেরেই এই ঘটনা।
Published By: Tiyasha SarkarPosted: 04:53 PM Nov 10, 2024Updated: 08:34 PM Nov 10, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিলোত্তমা কাণ্ডে উত্তাল বাংলা। এরই মধ্যেই ফের শিরোনামে আর জি কর। এবার হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করলেন আর জি কর মেডিক্যালের নার্সিং ছাত্রী। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে ট্রমা কেয়ারে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, রুমমেটের সঙ্গে অশান্তির জেরেই এই ঘটনা। তবে আদতেই কি তাই? নাকি নেপথ্যে রয়েছে অন্য তথ্য, তা জানার চেষ্টায় তদন্তকারীরা।

Advertisement

অভয়ার মৃত্যুকে কেন্দ্র করে তিনমাসেরও বেশি সময় ধরে শোরগোল বাংলায়। আঁচ ছড়িয়েছে দেশেও। তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের বিচারের দাবিতে পথে নেমেছেন বহু মানুষ। এই পরিস্থিতিতে শনিবার গভীর রাতে আর জি কর মেডিক্যালে আত্মহত্যার চেষ্টা তৃতীয় বর্ষের নার্সিং পড়ুয়ার। পুরুলিয়ার বাসিন্দা ওই তরুণী। রক্তাক্ত অবস্থায় ছাত্রীকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে ট্রমা কেয়ারে। পুলিশের পাশাপাশি কলেজ কর্তৃপক্ষ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। আগামিকাল জিজ্ঞাসাবাদ করা হতে পারে ওই ছাত্রীর রুমমেটদের।

কিন্তু কেন এই সিদ্ধান্ত? জানা গিয়েছে, কিছুদিন ধরেই ওই ছাত্রীর সঙ্গে তাঁর রুমমেটের বচসা চলছিল। তাও নিতান্তই সামান্য কারণে। সূত্রের খবর, ওই তরুণী রাতে আলো জ্বালিয়ে পড়াশোনা করতেন। তাতে রুমমেটের আপত্তি ছিল। তা নিয়ে অশান্তি হয়। তিনি  কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছিলেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। এর জেরে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন ওই তরুণী। তার জেরেই এই ঘটনা বলে মনে করা হচ্ছে। তদন্তে আসল তথ্য উঠে আসবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তিলোত্তমা কাণ্ডে উত্তাল বাংলা। এরই মধ্যেই ফের শিরোনামে আর জি কর। এবার আত্মহত্যার চেষ্টা করলেন আর জি কর মেডিক্যালের নার্সিং ছাত্রী।
  • রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে ট্রমা কেয়ারে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, রুমমেটের সঙ্গে অশান্তির জেরেই এই ঘটনা।
  • তবে আদতেই কি তাই? নাকি নেপথ্যে রয়েছে অন্য তথ্য, তা জানার চেষ্টায় তদন্তকারীরা।
Advertisement