shono
Advertisement
Abhishek Banerjee

'ভূতুড়ে' ভোটার ধরতে পঞ্চায়েত-টাউন স্তরেও বিশেষ কমিটি, ভারচুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

কীভাবে কাজ করবে এই কমিটি, তাও জানিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
Published By: Sucheta SenguptaPosted: 05:39 PM Mar 15, 2025Updated: 06:32 PM Mar 15, 2025

কৃষ্ণকুমার দাস ও ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: ভোটার তালিকায় 'ভূত' ধরতে আরও কড়া পদক্ষেপের পথে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার দলের সর্বস্তরের নেতৃত্বকে নিয়ে ভারচুয়াল বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানালেন তিনি। দলের তরফে ইলেক্টোরাল রোল সুপারভাইজার নিয়োগ করা হবে। জেলা স্তর, ব্লক স্তর, টাউন স্তর, পঞ্চায়েত স্তর, ওয়ার্ড স্তর, বুথ স্তর পর্যন্ত কমিটি তৈরি হবে। বাড়ি বাড়ি গিয়ে নথি পরীক্ষার কাজ চলবে। সন্দেহ হলেই নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মীকে তার তথ্য দিতে হবে। পঞ্চায়েত স্তরে এই কমিটির নাম হবে PERS (পঞ্চায়েত ইলেক্টোরাল রোল সুপারভাইজার)। টাউন কমিটির নাম TERS (টাউন ইলেক্টোরাল রোল সুপারভাইজার)।

Advertisement

শনিবার ক্যামাক স্ট্রিটের পার্টি অফিসে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত বৈঠকের ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যজুড়ে দলের প্রায় সর্বস্তরের নেতানেত্রীকে সেই বৈঠকে ভারচুয়ালি যোগদান করার নির্দেশ দেওয়া হয়। সেইমতো এদিন নির্দিষ্ট সময়ে ভোটার তালিকায় 'ভূত' খুঁজতে শুরু হয় বৈঠক। বিকেল সাড়ে চারটে নাগাদ একসঙ্গে বৈঠকে যোগ দিতে হাজির হন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সি।

শুরুতেই ইলেক্টোরাল রোল সুপারভাইজার পদ তৈরির কথা ঘোষণা করলেন তিনি। তাঁর কথায়, "কংগ্রেস, এনসিপি, শিবসেনা এই ভুল মহারাষ্ট্রে করেছে বলে কারচুপি করে ভোটার তালিকা জাল করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই জালিয়াতিটা ধরেছেন। পশ্চিমবঙ্গ কিন্তু উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র নয়। ভেবেছে সেটা করে এখানে ভোট জাল করবে! সে গুড়ে বলি। এখানে পরপর সবাই যোগাযোগ রাখবে।"ভোটার তালিকা নিয়ে সকলকে সতর্ক করে অভিষেক বলেন, ''বাংলায় বিজেপির পরিকল্পনা হচ্ছে ২৫ লক্ষ ভোটারকে বাদ দিয়ে নতুন করে ২৫ লক্ষ ভোটারকে ঢোকানো। আমরা অ্যাডিশন-ডিলিশন চাইলে দেখাতে পারবে না।''

এছাড়া জেলা কমিটি গঠন নিয়ে আলোচনা হয়েছে এদিনের বৈঠকে। তা নিয়ে অভিষেকের নির্দেশ, পাঁচ দিনের মধ্যে জেলা কমিটি তৈরি হবে। ২০ মার্চের মধ্যে সেই কাজ সম্পূর্ণ করতে হবে। ব্লক কমিটি হবে ২১ থেকে ২৭ তারিখ। অন্যদিকে ১৪ এপ্রিল পর্যন্ত পরপর কমিটি গঠন হবে। পয়লা বৈশাখ বাদ দিয়ে ১৬ এপ্রিল থেকে ফের কাজ শুরু হবে। সারা বছর এই কাজ চলবে। ভোটার তালিকায় কারচুপি ইস্যুতে কমিশনের উপর বরাবর চাপ বজায় রাখতে হবে বলে ভারচুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের। আর তার জন্য সমন্বয় রেখে কাজ হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'ভূতুড়ে' ভোটার খুঁজতে পঞ্চায়েত, টাউন স্তরে ইলেক্টোরাল রোল সুপারভাইজার পদ তৈরি।
  • অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভারচুয়াল বৈঠকে সিদ্ধান্ত।
  • পাঁচ দিনের মধ্যে জেলা কমিটি তৈরি হবে, নির্দেশ তাঁর।
Advertisement