shono
Advertisement
Abhishek Banerjee

বিজেপিতে যোগ দিচ্ছেন! নেতাজি ইন্ডোরের মেগা সভা থেকে 'রটনা'র জবাব দিলেন অভিষেক

দলের অন্দরেই তাঁর বিজেপি যোগ নিয়ে গুঞ্জন উঠেছিল, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের মেগা বৈঠকে তার জবাব দিলেন অভিষেক।
Published By: Sucheta SenguptaPosted: 06:10 PM Feb 27, 2025Updated: 06:15 PM Feb 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেকর্ড ভোটে চব্বিশের লোকসভা ভোটে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে জিতেছেন। তারপর দিনকয়েক সক্রিয় রাজনীতি থেকে একটু দূরে ছিলেন। চিকিৎসার জন্য ছিলেন দেশের বাইরে। গুঞ্জন, তবে কি নিষ্ক্রিয় হয়ে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়? নাকি তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন? সেসব গুনগুন, ফিসফাসকে দূরে সরিয়ে অবশ্য স্বমহিমায় তিনি ফিরেছেন দলে। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের মেগা বৈঠকে দীর্ঘ বক্তব্য রাখলেন অভিষেক। আর সেখান থেকেই জবাব দিলেন তাঁর বিজেপি যোগের জল্পনা নিয়ে।

Advertisement

দলের মধ্যেই গুঞ্জন উঠেছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় দলবদল করে গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন। এসব নিয়ে একটি কথাও এতদিন বলেননি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কিন্তু বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে দলের মেগা সভা থেকে অভিষেক দলের সব নেতা, জনপ্রতিনিধিকে সাক্ষী রেখে সেই জবাব দিলেন। বললেন, ‘‘‌আমি অন্য ধাতুতে তৈরি। মানুষের কাছে যাব, মাথা নত করে কাজ করব। কিন্তু বিজেপির বশ্যতা স্বীকার করার লোক আমি নই। খবরে রটিয়ে দেওয়া হচ্ছে, আমি নাকি বিজেপিতে যাব। খবরের একশোয় একশোই মিথ্যা। আমার গলা কেটে দিলেও সেই কাটা গলা দিয়েই বেরোবে ‘মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ’‌।’’‌

কয়লা, শিক্ষা দুর্নীতিতে একাধিকবার ইডি, সিবিআই অভিষেককে তলব করে জিজ্ঞাসাবাদ করেছে। অভিষেকও প্রতিবার হাজিরা দিয়ে তদন্তে সহযোগিতা করেছেন। দপ্তর থেকে বেরিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে তুলোধোনাও করেছেন। এসবের মাঝে দলেই গুঞ্জন উঠেছিল, অভিষেক হয়ত তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন। কিন্তু বরাবরের মতো দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকও বলে এসেছেন, তাঁর গলা কাটলেও 'মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ' স্লোগান বেরবে। আর বৃহস্পতিবার দলের মেগা সভায় তিনি কথার নড়চড় না করে ফের সাফ জানালেন, ‘‘‌বিজেপির বশ্যতা স্বীকার করার লোক আমি নই।’’‌

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দলের অন্দরে তাঁর বিজেপি যোগের গুঞ্জন নিয়ে জবাব দিলেন অভিষেক।
  • নেতাজি ইন্ডোরের সভা থেকে বললেন, 'বিজেপির বশ্যতা স্বীকার করার লোক আমি নই।'
Advertisement