সোমবার, বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে তৃণমূল কংগ্রেসের ডিজিটাল যোদ্ধাদের নিয়ে একটি কঙ্কলেভের আয়োজন করা হয়। সেখানেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ডিজিটাল যোদ্ধাদের মধ্যে নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন। সরাসরি বিজেপি-র বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়ে আগামী ১০০ দিনের কাজের রূপরেখা বেঁধে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কনক্লেভের মঞ্চে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, গত ৫০ বছর অথবা ৩০ বছর আগে যেভাবে নির্বাচনে লড়াই করা হত তা এখন বদলে গিয়েছে। এই সময়ের নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সমাজমাধ্যম। সোশাল মিডিয়ার সঠিক ব্যবহার এই মুহুর্তে দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়ে দেন তিনি।
অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সরাসরি বলেন, আগামী ১০০ দিন সমাজ মাধ্যমের পাতায় এক ইঞ্চিও জমি ছাড়া যাবে না বিজেপিকে। তিনি জানিয়ে দেন, এই কাজে একটুও যদি সুযোগ দেওয়া হয় বিজেপিকে, তাকেই কাজে লাগিয়ে বাংলার মানুষকে ভুল বোঝাবে বিজেপি। অভিষেক জানিয়ে দেন, সংবাদমাধ্যমের সদস্যরা বাধ্য হচ্ছেন বিজেপি-র মিছিলে হাঁটতে। তাঁরা চাইলেও সরকারের ভাল কাজ মানুষের সামনে তুলে ধরতে পারবেন না কারণ বিজেপি যা চাইবে তাই দেখাতে বাধ্য হবেন তাঁরা। সেই কারণেই ডিজিটাল যোদ্ধাদের আগামী ১০০ দিন দায়িত্ব নিয়ে দিকে দিকে সরকারের কাজের খতিয়ান তুলে ধরার নির্দেশ দিয়েছেন তিনি।
মিলন মেলায় আসা তৃণমূলের ডিজিটাল যোদ্ধারা। নিজস্ব ছবি
সোমবার ছিল তৃণমূল কংগ্রেসের ডিজিটাল যোদ্ধাদের প্রথম কনক্লেভ। এখানে সারা রাজ্য থেকে ১০ হাজারেরও বেশি ডিজিটাল যোদ্ধা অংশগ্রহণ করেন বলে জানা গিয়েছে। সমাজমাধ্যম কীভাবে ব্যবহার করতে হবে সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় ডিজিটাল যোদ্ধাদের। এর পাশপাশি, ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে।
গত অক্টোবর মাসে বিধানসভা নির্বাচনের আগে ডিজিটাল 'যুদ্ধে' জোর দেয় তৃণমূল। ডিজিটাল মাধ্যমে নতুন কর্মসূচি নিয়ে আসেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'আমি বাংলার ডিজিটাল যোদ্ধা' পোর্টালে বিপুল সাড়া পাওয়া যায়। মাত্র ২৪ ঘণ্টায় ৫০ হাজারেরও বেশি মানুষ রেজিস্ট্রেশন করেন বলে জানা যায়। এই পদক্ষেপ প্রকৃতপক্ষে সাধারণ মানুষের ডিজিটাল লড়াই হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছে শাসক শিবির।
