shono
Advertisement
Abhishek Banerjee

'প্রতিবাদ করবে বাংলা', ১৬ জুলাইয়ের মিছিলে তৃণমূল সুপ্রিমোর সঙ্গী অভিষেকও

বুধবার বেলা ১ টায় শুরু হবে মিছিল।
Published By: Tiyasha SarkarPosted: 07:13 PM Jul 14, 2025Updated: 07:13 PM Jul 14, 2025

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্তার প্রতিবাদে আগামী ১৬ জুলাই পথে নামবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, সেই মিছিলে হাঁটবেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বুধবার বেলা ১ টায় কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে মিছিলটি শেষ হবে ডোরিনা ক্রসিংয়ে।

Advertisement

ওড়িশা, দিল্লির জয়হিন্দ কলোনি থেকে শুরু করে একাধিক রাজ্যে লাগাতার বাঙালিদের হেনস্তার অভিযোগ উঠছে। বাংলা বললেই নাকি অত্যাচারিত হতে হচ্ছে। বিদ্যুৎ ও জলের সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। দিন কয়েক আগে এক্স হ্যান্ডেলে এবিষয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বাঙালি হেনস্তার প্রতিবাদে পথে নামছেন তিনি। রবিবার দুপুরে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানেই মিছিলের বিষয়টি জানান তিনি।

প্রসঙ্গত, তিলোত্তমার এই মিছিলে হাওড়া, ভাঙড়, দমদম ও সল্টলেকের তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকরা শামিল হবেন। একইদিনে দুপুর দুটো থেকে জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি হবে। দিল্লিতেও প্রতিবাদ কর্মসূচি হবে বলে খবর। উল্লেখ্য, দিন কয়েক আগে ভিনরাজ্যে বাঙালি হেনস্তার প্রতিবাদে এক হ্যান্ডেলে সোচ্চার হয়েছিলেন মুখ্যমন্ত্রী। লিখেছিলেন, 'নয়াদিল্লির বসন্তকুঞ্জের জয় হিন্দ কলোনি থেকে উঠে আসা একের পর এক ভয়ঙ্কর হেনস্তার ঘটনার খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত ও বিচলিত।' এবার প্রতিবাদে পথে নামবেন তিনি।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্তার প্রতিবাদে আগামী ১৬ জুলাই পথে নামবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • জানা যাচ্ছে, সেই মিছিলে হাঁটবেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
  • বুধবার বেলা ১ টায় কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে মিছিলটি শেষ হবে ডোরিনা ক্রসিংয়ে।
Advertisement