নিরুফা খাতুন: ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে বঙ্গে শীতের আমেজ থাকছে। শহরের দিন ও রাতের তাপমাত্রার খুব একটা বদল হচ্ছে না আগামী কয়েক দিন। ভোরের দিকে ঘন কুয়াশা থাকবে। রাতে তাপমাত্রার পারদও নামবে বলে খবর। উত্তরের পার্বত্য জেলাগুলিতে শীতের আমেজ চলবে বলে জানানো হয়েছে। তেমনই জানাচ্ছে আলিপুর আবহাওয়া অফিস।
ডিসেম্বরের শুরু থেকেই বঙ্গে শীতের আমেজ দেখা গিয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ স্বাভাবিকের নিচে নেমেছে। তৃতীয় সপ্তাহেও শীতের আমেজ অটুট থাকবে। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। স্বাভাবিকের নিচে রাত ও দিনের তাপমাত্রা। আগামী সাতদিন এমনই থাকবে তাপমাত্রা। বড়সড় তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা কম। আজ, শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৫১ থেকে ৯৩ শতাংশ।
উত্তুরে হাওয়ায় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রার পারদ নেমেছে। আগামী কয়েক দিন পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে ঠান্ডা অনুভূত হচ্ছে। দার্জিলিং জেলা সহ-সংলগ্ন পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পার্বত্য এলাকা এবং উপরের দিকের পাঁচ জেলাতে তাপমাত্রা ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে বলে খবর।
অন্যান্য রাজ্যেও ঘন কুরাশার দাপট দেখা যাবে বলে খবর। ঘন কুয়াশার চরম সতর্কতা উত্তরপ্রদেশে। ঘন কুয়াশা থাকবে রাজধানী দিল্লিতে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড়েও কুয়াশার ঘনঘটা। কুয়াশা থাকছে হিমাচল, উত্তরাখণ্ডে। উত্তর-পূর্ব ভারতের আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম ত্রিপুরাতেও ঘন কুয়াশার পূর্বাভাস থাকছে। শৈত্যপ্রবাহের পরিস্থিতি দক্ষিণ কর্ণাটক এবং তেলেঙ্গানাতে। শৈত্যপ্রবাহের পরিস্থিতি ছত্রিশগড় এবং ওড়িশাতে।
