shono
Advertisement
Adhir Chowdhury

জেলা সভাপতিকে না জানিয়ে হাওড়ায় সভা অধীরের, নালিশ খাড়গে-রাহুলকে

চিঠিতে স্পষ্ট, রাজ‌্য ও জেলা নেতৃত্বকে অন্ধকারে রেখে ‘সমান্তরাল’ সংগঠন করার অভিযোগ করেছেন জেলা সভাপতি শেখ আলম দেইয়ান।
Published By: Kousik SinhaPosted: 10:46 PM Jan 17, 2026Updated: 10:46 PM Jan 17, 2026

কলকাতা হোক বা হাওড়া, অধীর আছেন অধীরেই! জেলা নেতৃত্বকে না জানিয়ে জনসভার আয়োজনের জন‌্য প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা এআইসিসির ওয়ার্কিং কমিটির সদস‌্য অধীর চৌধুরি ও প্রাক্তন হাওড়া জেলা সভাপতি পলাশ ভাণ্ডারির নামে লোকসভার দলনেতার রাহুল গান্ধী ও দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে চিঠি লিখে অভিযোগ জানাল হাওড়া গ্রামীণ জেলা কংগ্রেস নেতৃত্ব। চিঠিতে স্পষ্ট, রাজ‌্য ও জেলা নেতৃত্বকে অন্ধকারে রেখে ‘সমান্তরাল’ সংগঠন করার অভিযোগ করেছেন জেলা সভাপতি শেখ আলম দেইয়ান।

Advertisement

আগামিকাল রবিবার উলুবেড়িয়ার বাউড়িয়ায় একটি জনসভা হওয়ার কথা রয়েছে। যার আয়োজক প্রাক্তন অবিভক্ত জেলা কমিটির সভাপতি পলাশ ভাণ্ডারি। অথচ এই সভার বিষয়ে জেলা সভাপতি বা তাঁর নেতৃত্বের কেউই কিছু জানতে পারেননি। এলাকায় পোস্টার দেখে শেষে শেখ আলম জানতে পারেন অধীর চৌধুরির সভার কথা। এর পরই জেলায় দলীয় নেতৃত্বকে না জানিয়ে ‘সমান্তরাল’ সাংগঠনিক সক্রিয়তার অভিযোগ জানিয়ে সরাসরি মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধীকে অভিযোগ জানিয়েছেন শেখ আলম। সেই চিঠিতে পলাশের প্রসঙ্গও টেনেছেন তিনি। একই চিঠি প্রদেশ দপ্তরেও পাঠিয়েছেন শেখ আলম।

তাঁর কথায়, “আমি যেখানে জেলা সভাপতি, সেখানে আমায় না জানিয়ে প্রাক্তন প্রদেশ সভাপতি অধীর চৌধুরি হাওড়ায় সভা করতে আসছেন আর তার আয়োজক প্রাক্তন জেলা সভাপতি পলাশ ভাণ্ডারি। আমি এআইসিসি সর্বোচ্চ নেতৃত্ব ও প্রদেশ নেতৃত্বকে বিষয়টি জানিয়েছি।'' জেলা সভাপতি শেখ আলম দেইয়ানের বলেন, ''প্রদেশ নেতৃত্বের কাছেও এ নিয়ে কোনও খবর নেই। জেলা নেতৃত্বকে না জানিয়ে এই ধরনের সমান্তরাল সাংগঠনিক সক্রিয়তা কেন তা সর্বোচ্চ নেতৃত্বের কাছে জানতে চেয়েছি।” 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement