shono
Advertisement
Abhishek Banerjee

শুধু কোর কমিটি নয়, অভিষেকের মেগা বৈঠকে আমন্ত্রিত তৃণমূলের সবস্তরের নেতা

‘ভূতুড়ে’ ভোটার চিহ্নিতকরণ সংক্রান্ত কাজ কতটা এগিয়েছে, তা জানতে গত বৃহস্পতিবার তৃণমূল ভবনে একটি বৈঠক ছিল।
Published By: Paramita PaulPosted: 01:28 PM Mar 13, 2025Updated: 05:59 PM Mar 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'ভূতুড়ে' ভোটার তালিকা নিয়ে অভিষেকের বৈঠকে শুধু কোর কমিটির সদস্যরা নন, আমন্ত্রিত সাংসদ থেকে বিধায়ক, জেলা সভাপতি থেকে পুরসভার চেয়ারম্যান সকলেই। দলীয় সূত্রে খবর, ১৫ মার্চের ভারচুয়াল মেগা বৈঠকে উপস্থিত থাকবেন দলের রাজ্য কমিটির সদস্য, সাংসদ, বিধায়ক, পুরপিতা, জেলা সভাপতি, জেলা পরিষদের সভাধিপতি, পুরসভা চেয়ারম্যান-সহ অন্যান্য নেতৃত্বও।

Advertisement

‘ভূতুড়ে ভোটার’ নিয়ে ৬ মার্চ তৃণমূল ভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে দেওয়া কমিটির প্রথম বৈঠক হয়। তারপর জানানো হয়, ১৫ তারিখ পরের বৈঠক হবে। ভারচুয়াল বৈঠকে যোগ দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বৈঠকে কোর কমিটির সদস‌্যরা ছাড়াও জেলা তৃণমূল সভাপতি ও চেয়ারম‌্যান এবং শাখা সংগঠনের প্রধানদের অংশ নেওয়ার কথা ছিল। সূত্রের খবর, দলের প্রায় সকলেই হাজির থাকবেন বৈঠকে।

রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে প্রথমবার ‘ভূতুড়ে’ ভোটার ইস্যুতে সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা সমাবেশ মঞ্চ থেকেও একই ইস্যুতে সরব হন তিনি। দাবি করেন, ভুয়ো ভোটারদের ব্যবহার করে ভোট বাড়িয়ে ছাব্বিশের বিধানসভা নির্বাচন জেতার চেষ্টা করছে গেরুয়া শিবির। নির্বাচন কমিশনের ‘আশীর্বাদে’ বিজেপি নেতারা এই কাজ করছেন বলেও অভিযোগ করেন মমতা। ‘ভূতুড়ে’ ভোটার চিহ্নিতকরণে সুব্রত বক্সির নেতৃত্বে একটি কমিটি গঠন করেন। ওই কমিটিতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের একাধিক শীর্ষ নেতৃত্ব।

‘ভূতুড়ে’ ভোটার চিহ্নিতকরণ সংক্রান্ত কাজ কতটা এগিয়েছে, তা জানতে গত বৃহস্পতিবার তৃণমূল ভবনে ওই কমিটি একটি বৈঠক ছিল। অন্য কাজে ব্যস্ত থাকায় ওই দিনের বৈঠকে ছিলেন না কমিটির সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি আগামী ১৫ মার্চ ভোটার তালিকা সংক্রান্ত কমিটিকে ভারচুয়াল বৈঠক ডাকেন। পরে দিনবদল করেন। বলা হয়, বৈঠক হবে ১৬ মার্চ। যদিও পরে নির্দেশিকা জারি করে জানানো হয় বৈঠক হবে ১৫ মার্চ। দলের প্রায় সকলকেই ডাকা হয়েছে বৈঠকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'ভূতুড়ে' ভোটার তালিকা নিয়ে অভিষেকের বৈঠকে শুধু কোর কমিটির সদস্যরা নন, আমন্ত্রিত সাংসদ থেকে বিধায়ক, জেলা সভাপতি থেকে পুরসভার চেয়ারম্যান সকলেই।
  • দলীয় সূত্রে খবর, ১৫ মার্চের ভারচুয়াল বৈঠকে উপস্থিত থাকবেন দলের রাজ্য কমিটির সদস্য, সাংসদ, বিধায়ক, পুরপিতা, জেলা সভাপতি, জেলা পরিষদের সভাধিপতি, পুরসভা চেয়ারম্যান-সহ অন্যান্য নেতৃত্বও।
  • ‘ভূতুড়ে ভোটার’ নিয়ে ৬ মার্চ তৃণমূল ভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে দেওয়া কমিটির প্রথম বৈঠক হয়।
Advertisement