shono
Advertisement
Amit Shah

সত্যিই কি বাংলা জিততে চায় বিজেপি? 'সেটিং' তত্ত্ব নিয়ে প্রশ্ন উঠতেই কী বললেন শাহ

'দুই তৃতীয়াংশ আসন নিয়ে সরকার গঠন করবে ভারতীয় জনতা পার্টি', আত্মপ্রত্যয়ী মন্তব্য অমিত শাহের।
Published By: Sucheta SenguptaPosted: 01:16 PM Dec 30, 2025Updated: 04:17 PM Dec 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছাব্বিশের নির্বাচনে বাংলা দখল করবে বিজেপি। কলকাতায় তিনদিনের সফরে এসে আগেভাগেই এমন আত্মবিশ্বাসী মন্তব্য শোনা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) গলায়। তাঁর দাবি, দুই তৃতীয়াংশ আসন নিয়ে সরকার গঠন করবে ভারতীয় জনতা পার্টি। আগের নির্বাচনগুলির ফলাফল থেকে ভোট শতাংশ - তথ্য ও পরিসংখ্যান রীতিমতো বিশ্লেষণ করে এই ভবিষ্যদ্বাণী শাহর। আর এ থেকেই প্রশ্ন উঠল, সত্যিই কি বাংলা জয় করতে চায় বিজেপি? নাকি তৃণমূলের সঙ্গে বিশেষ কোনও সমঝোতার কারণে এ বিষয়ে উদাসীনতা গেরুয়া শিবিরের? বাংলার শাসকশিবিরের সঙ্গে কেন্দ্রের শাসকদলের 'সেটিং' তত্বের কথা উঠতেই তার জবাব দিলেন অমিত শাহ। বললেন, ''আজ আমরা যখন বলছি, ২০২৬ বিধানসভা নির্বাচনে আমাদের সরকার তৈরি হবে তার জন্য যথেষ্ট কারণ আমাদের হাতে রয়েছে।''

Advertisement

বঙ্গ জয় বিজেপির দীর্ঘদিনের লালিত স্বপ্ন হলেও বারবার প্রাপ্তি ব্যর্থতা। দুর্বল সংগঠন, যথাযথ নেতৃত্বের অভাব, জনসংযোগে খামতি - এমন কয়েকটি ফ্যাক্টরকে দায়ী করা হয়েছে। তা মেনেও নিয়েছে বঙ্গ বিজেপির একাংশ। প্রতিবার ভোটের আগে বিজেপির শীর্ষ নেতারা বাংলায় এসে বর্তমান সরকারকে উৎখাতের কথা বলে হুঙ্কার দেন। আর ভোটের ফলাফলে দেখা যায়, তাদের ঝুলিতে হাতে গোনা ভোট। এই ফলাফলের পুনরাবৃত্তি দেখে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মত, তৃণমূল-বিজেপি 'সেটিং' তত্ত্ব রয়েছে এর পিছনে। স্ব স্ব স্বার্থে নির্দিষ্ট রাজনৈতিক বোঝাপড়ার স্বার্থেই বাংলায় তৃণমূলকে লড়াইয়ের জমি ছেড়ে দেয় কেন্দ্রের ক্ষমতাসীন দল।

মঙ্গলবার অমিত শাহর (Amit Shah) সাংবাদিক বৈঠকে তাঁকে এই প্রশ্ন করা হয়। সত্যিই কি বাংলা জিততে চায় বিজেপি? এর জবাবে শাহ জানালেন, ''আমি এসে যখন বলছি যে ছাব্বিশে বাংলায় বিজেপি সরকার গড়বে, তার মানে সেই কারণ আছে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ১৭% ভোট এবং ২ টি আসন আমরা পেয়েছি। ২০১৬তে ১০% ভোট এবং ৩টি বিধায়ক ২০১৯ ৪১% ভোট এবং ২০২১ নির্বাচনে ৭৭ টি আসন পেয়েছিলাম। এর ফলে কংগ্রেস পার্টিও এই রাজ্যে শূন্য হয়ে গেছে। বামেরাও কোনও ভোট পায়নি আর আমরা প্রধান বিরোধী দল হয়েছি। ২০২৪ নির্বাচনে ৩৯% ভোট পেয়েছি ও ১২ টি আসন পেয়েছি। ২০২৬ শেও আমরা বিপুল আসন নিয়ে ক্ষমতায় আসব।''

এরপরই শাহ বলেন, ''আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি আপনারা কংগ্রেস, বাম, তৃণমূলকে সুযোগ দিয়েছেন। বাংলা শুধু পিছিয়েই গেছে। অপরদিকে বিজেপি শাসিত রাজ্যগুলি দেখুন। বিকাশ, সুশাসন দেখছেন। আমাদের বিপুল জনসমর্থন দিয়ে জেতান। আমরা বাংলার মনীষীদের স্বপ্নের বাংলা বানাব। সব কিছু একদিকে রেখে বিজেপিকে ভোট দিন।''

অমিত শাহর এসব বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে বাঁকুড়ার জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ''বলছেন 'সোনার বাংলা' গড়ে দেব। আপনাদের রাজ্য ওড়িশা। সেখানে বাংলা ভাষায় কথা বললে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হয়। আর আপনারা গড়বেন সোনার বাংলা!''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিজেপি কি সত্যিই বঙ্গজয় চায়? জবাব দিলেন অমিত শাহ।
  • 'দুই তৃতীয়াংশ আসন নিয়ে সরকার গঠন করবে ভারতীয় জনতা পার্টি', বললেন শাহ।
Advertisement