shono
Advertisement
Kolkata

দিল্লি বিস্ফোরণের পর থেকেই সতর্ক পুলিশ, খাস কলকাতায় উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, কার্তুজ

বছর শেষে কড়া নিরাপত্তার মোড়কে কলকাতা।
Published By: Kousik SinhaPosted: 03:28 PM Dec 30, 2025Updated: 03:29 PM Dec 30, 2025

নিরুফা খাতুন: দিল্লি বিস্ফোরণের পর থেকেই সতর্ক লালবাজার। সামনেই নতুন বছর। বছর শেষে উৎসবের আমেজ শহরে। তার আগেই খাস কলকাতার দু'জায়গা থেকে উদ্ধার হল অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। মঙ্গলবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে স্ট্র্যান্ড রোড এবং আলিপুর চিড়িয়াখানার সামনে থেকে আগ্নেয়াস্ত্র এবং কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার করল পুলিশ। ইতিমধ্যে এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উৎসবের আবহে কলকাতায় কেন আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। শুধু তাই নয়, ধৃতদের জিজ্ঞাসাবাদও শুরু করেছেন তদন্তকারীরা। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি কোথাও পাঠানো হচ্ছিল? তা জানার চেষ্টা করা হচ্ছে।

Advertisement

গত ২৫ তারিখ থেকেই কড়া নিরাপত্তার মোড়কে শহর কলকাতা। বিশেষ করে যে সমস্ত জায়গায় মানুষের ভিড় হয়, সেখানে কড়া নজরদারি রাখা হয়েছে। পুলিশ সূত্রে খবর, এদিন গোপন সূত্রে খবর পেয়ে স্ট্র্যান্ড রোড এলাকায় হানা দেয় এসটিএফের আধিকারিকরা। দুই যুবককে সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় পুলিশ আধিকারিকদের। সঙ্গে সঙ্গে তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জানা যায়, দুই যুবকের হাতে বড় একটা ব্যাগ ছিল। তা খুলতেই একেবারে চমকে ওঠার মতো অবস্থা হয় তদন্তকারীদের! দেখেন, ব্যাগে ভরা আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ।

পুলিশ সূত্রে খবর, তল্লাশিতে ওয়ান শটার, ৭ এমএম পিস্তল-সহ একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। শুধু তাই নয়, অন্তত ২০ থেকে ২২ রাউন্ড কার্তুজও তল্লাশিতে ব্যাগ থেকে উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে আলিপুরের ঘটনাতেও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত ব্যক্তির নাম রাজেশ কুমার সাউ। বিজেপি নেতা রাকেশ সিংয়ের পরিচিত বলে পুলিশ সূত্রে খবর। তাঁর কাছ থেকে প্রায় ১১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • খাস কলকাতা থেকে উদ্ধার অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র।
  • মঙ্গলবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে স্ট্র্যান্ড রোড থেকে দুই যুবককে আটক করে পুলিশ।
  • তল্লাশি চালাতেই তাঁদের কাছ থেকে একাধিক অস্ত্র উদ্ধার করে এসটিএফ।
Advertisement