shono
Advertisement
Eastern Railway

১ জানুয়ারি থেকে হাওড়া-শিয়ালদহ শাখায় ট্রেনের সময়সূচি বদল, সম্প্রসারিত হচ্ছে যাত্রাপথও

ছয়টি ট্রেন চলাচলের দিন পরিবর্তন করা হয়েছে।
Published By: Subhankar PatraPosted: 06:25 PM Dec 30, 2025Updated: 06:56 PM Dec 30, 2025

নব্যেন্দু হাজরা: নতুন বছরে নয়া সময়সূচি কার্যকর হবে পূর্ব রেলে। শিয়ালদহ-হাওড়া ডিভিশনে মেল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার ও লোকাল ট্রেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে রেল। নতুন বর্ষের পয়লা তারিখ থেকেই নতুন সময়সূচি কার্যকর হবে। রেল জানিয়েছে, এই নতুন টাইম টেবিলের মূল উদ্দেশ্য সঠিক সময়ে ট্রেন চালানো। পূর্ব রেল কর্তৃপক্ষ আশাবাদী, যাত্রার সময় সময় কমে যাওয়ায় ভবিষ্যতে আরও বেশি সংখ্যক ট্রেন চালানো যাবে।

Advertisement

শুধু সময়ে পরিবর্তন নয়, যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে কয়েকটি ট্রেনের যাত্রাপথ বাড়ানো হয়েছে। নতুন বছর থেকে ছয় জোড়া হাওড়া–আরামবাগ–হাওড়া ইএমইউ লোকাল (৩৭৩৫৯, ৩৭৩৬৫, ৩৭৩৬৭, ৩৭৩৬৯, ৩৭৩৬০, ৩৭৩৬৬) গোঘাট পর্যন্ত চলবে। এছাড়াও দুই জোড়া হাওড়া–তারকেশ্বর–হাওড়া ইএমইউ লোকাল (৩৭৩৪১, ৩৭৩৫৪) এবার থামবে গোঘাটে। চারজোড়া তারকেশ্বর–আরামবাগ–তারকেশ্বর ইএমইউ লোকালের যাত্রা (৩৭৩৮৫, ৩৭৩৯৬, ৩৭৩৯৮, ৩৭৩৮৬) গোঘাট পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। এছাড়াও, নতুন বছর থেকে একটি শিয়ালদহ–রানাঘাট ইএমইউ লোকাল (৩১৬৩৫) শান্তিপুর পর্যন্ত চলবে। ৩০১১৩ বি.বি.ডি. বাগ–বারাকপুর ইএমইউ লোকালের যাত্রা কল্যাণী পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। এবার থেকে ৩১২৪২ বারাকপুর–শিয়ালদহ ইএমইউ লোকালও কল্যাণী পর্যন্ত চলবে। এছাড়াও দু'টি বর্ধমান–তিনপাহাড় মেমু ট্রেনের যাত্রা (৬৩০৬৩, ৬৩০৬৪) সাহিবগঞ্জ পর্যন্ত সম্প্রসারিত করা হল।

পূর্ব রেল জানিয়েছে, ছয়টি ট্রেন চলাচলের দিন পরিবর্তন করা হয়েছে। ৩৩৩১৮ ও ৩৩৩২১ হাসনাবাদ–বারাসাত–হাসনাবাদ ইএমইউ লোকাল পূর্বে সপ্তাহে ছয় দিন চলত। নতুন টাইম টেবিল অনুযায়ী, এই দুটি ট্রেন এবার থেকে প্রতিদিন চলবে। অন্যদিকে, ৩১২২৩ ও ৩১২৪২ শিয়ালদহ–ব্যারাকপুর–শিয়ালদহ ইএমইউ লোকাল ও ৩০১১৬, ৩০১১৩ বারাকপুর বি.বি.ডি. বাগ ইএমইউ লোকাল প্রতিদিনের পরিবর্তে সপ্তাহে ছয় দিন চলবে। পূর্বরেল জানিয়েছে, মোট ৪৫টি মেল ও এক্সপ্রেস ট্রেন ও ২০৩টি ইএমইউ, মেমু, ডেমু, প্যাসেঞ্জার ট্রেনের সময়সূচিতে সংশোধন আনা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নতুন বছরে নয়া সময়সূচি কার্যকর হবে পূর্ব রেলে।
  • শিয়ালদহ-হাওড়া ডিভিশনে মেল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার ও লোকাল ট্রেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে রেল।
  • নতুন বর্ষের পয়লা তারিখ থেকেই নতুন সময়সূচি কার্যকর হবে।
Advertisement