সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে ফের ডেঙ্গু আক্রান্তের মৃত্যু। এবার খাস কলকাতায় আর জি কর হাসপাতালে মৃত্যু হল যুবকের। এনিয়ে রাজ্যে এখনও পর্যন্ত তিনজনের মৃত্যু হল ডেঙ্গুতে।
মৃতের নাম বিট্টু সিংহ। বয়স ৩৬ বছর। জোড়াবাগান এলাকার বাসিন্দা। গতকাল জ্বর নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ডেথ সার্টিফিকেট ডেঙ্গু জ্বরের উল্লেখ রয়েছে। উল্লেখ্য, কলকাতায় ডেঙ্গু আক্রান্ত সাড়ে সাত হাজার। ফিভার ক্লিনিকে টেস্ট করে রিপোর্ট তাঁদের পজিটিভ হয়েছে। রাজ্যে আক্রান্তের সংখ্যাটা ১৫ হাজার পার করেছে। তবে রাজ্য স্বাস্থ্যদপ্তর এবং পুরসভার বক্তব্য, এবার ডেঙ্গুর প্রকোপ গতবারের তুলনায় অনেক কম।
প্রসঙ্গত, কালীপুজো শেষ না হতেই কলকাতা-সহ রাজ্যের সাতটি জেলায় সাড়াশির মতো আক্রমণ করছে ডেঙ্গু ও ম্যালেরিয়ার মশা। একই ব্যক্তি সরকারি ফিভার ক্লিনিকে জ্বর, গা ব্যথার উপসর্গ নিয়ে আসছে। একই শরীরে ডেঙ্গু এবং ম্যালেরিয়ার জোড়া আক্রমণ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্তত ৬টি জেলায় প্রতি দশ রোগীর মধ্যে ৫ জন ডেঙ্গু এবং ফ্যালসিফেরাম ম্যালেরিয়া রোগী পাওয়া যাচ্ছে। অবস্থা সামাল দিতে মেডিক্যাল কলেজ থেকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ফিভার ক্লিনিক চালু হয়েছে। যথেষ্ট পরিমাণে ডেঙ্গুর টেস্ট কিট জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তর থেকে সংগ্রহ করতে বলা হয়েছে। রোজ কত ডেঙ্গু ও ম্যালেরিয়া টেস্ট হচ্ছে তার তথ্য পরদিন স্বাস্থ্য দপ্তরের কমিউনিটি মেডিসিন ও পাবলিক হেলথ বিভাগে পাঠাতে হচ্ছে। ডেঙ্গুর হট স্পট চিহ্নিত করে ভেক্টর কন্ট্রোল বিভাগে পাঠাতে হচ্ছে।