সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় সাড়ে তিন বছরের কারাবন্দি দশা ঘুচিয়ে ঘরে ফিরেছেন পার্থ। তাঁকে নিয়ে এখন যত না আলোচনা, তার চেয়ে অনেক বেশি নজরে অর্পিতা। কোথায় সেই লাস্যময়ী, তা নিয়ে চলছে কাটাছেঁড়া। শেষ পাওয়া খবর পর্যন্ত এখনও দেখা হয়নি তাঁদের। এই প্রসঙ্গে মুখ খুলে বান্ধবীর কথা যেন একপ্রকার স্বীকার করে নিয়েছেন পার্থ। তা শুনে পালটা প্রতিক্রিয়া দিয়েছেন অর্পিতাও।
এক সংবাদমাধ্যমে অর্পিতা জানান, "উনি তো আমার বন্ধুই। যদি আমাকে উনি বান্ধবী ভাবেন, আমি বন্ধু বলে মানবই। বান্ধবীতে তো অসুবিধার কিছু নেই। এটা পরকীয়া নয়। কারও বান্ধবী হওয়া অন্যায় নয়।" তাঁদের সম্পর্ক সকলে যেভাবে আঁতসকাচের নিচে নিয়ে এসেছেন, তাতে বেজায় আপত্তি অভিনেত্রীর। তিনি বলেন, "বয়সের পার্থক্য রয়েছে আমাদের। যেভাবে ওঁকে আর আমাকে জড়়ানো হচ্ছে, যেভাবে কালিমালিপ্ত করা হয়েছে, তা দুঃখের।" যদিও পার্থ বরাবর দাবি করেন, অর্পিতাকে তিনি চিনতেন না। আবার ঘনিষ্ঠ বৃত্তে কখনও পার্থকে কাকা, কখনও মামা বলে পরিচয় দিয়েছিলেন অর্পিতা। যদিও আদালতে ভারচুয়াল শুনানির মাঝে পার্থ-অর্পিতার চোখের ভাষা বুঝিয়ে দিয়েছিল আদতে তাঁদের সম্পর্কটা কী! তা নিয়ে বিস্তর কাটাছেঁড়াও হয়েছে। এবার যেন 'বন্ধুত্বে' সিলমোহর দিলেন দু'জনেই।
অর্পিতা মুখোপাধ্যায়
একসময়ের দাপুটে রাজনীতিক পার্থকে ফের সক্রিয় রাজনীতির মঞ্চে দেখা যাবে কিনা, তার উত্তর দেবে সময়। কী মনে হয় অর্পিতার? তাঁর কথায়, "ওঁর রাজনীতি দেখে আমাদের বন্ধুত্ব হয়নি। আমি কখনও একুশে জুলাই কিংবা চলচ্চিত্র উৎসবের মঞ্চে যাইনি। আমি বান্ধবী হিসাবে পার্থদার সঙ্গে থেকেছি। আর রাজনীতির জগতের কারও সঙ্গে থাকা মানেই রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে যাওয়া নন। তাই এই সিদ্ধান্ত তাঁর একেবারে নিজস্ব ব্যাপার।" পার্থর শারীরিক অবস্থার কথা মাথায় রেখে এখন শুধু তাঁর 'পাশে থাকা' প্রয়োজন বলেই মত অর্পিতার।
বলে রাখা ভালো, গত ২০২২ সালে অভিনেত্রী অর্পিতার দু'টি ফ্ল্যাট থেকে নগদ প্রায় ৫০ কোটি টাকা এবং গয়নাগাটি বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। বারবার তিনি দাবি করেছিলেন, গয়নাগাটি কিংবা টাকা তাঁর নয়। সত্যিই কি তাই? অর্পিতা বলছেন, "আমি রাজনীতির সঙ্গে যুক্ত নই। এটা বিচারাধীন বিষয়। বিচারব্যবস্থার উপর আস্থা রয়েছে।" প্রায় ২ বছর ৪ মাস জেলে রয়েছেন অর্পিতা। গ্রেপ্তারি নিয়ে ক্ষোভপ্রকাশ করে তিনি বলেন, "বাংলার একটা মেয়েকে বাড়ি থেকে টেনেহিঁচড়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। কেউ কিছু বলেনি। আমার কারও উপর রাগ, অভিমান নেই। দোষারোপও করছি না। আদতে কী হয়েছে, তা সময় বলবে।" দু'জনের মুখোমুখি কবে দেখা হয়, সেদিকেই যেন এখনও নজর সকলের।
